ওয়েলিংটন, ২৪ মার্চ : মেয়েদের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার জন্য রবিবার নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাতেই হবে ভারতকে। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ার পর, মিতালি রাজদের শেষ চারে ওঠার সমীকরণ স্পষ্ট হয়ে যায়।
আরও পড়ুন-ফর্ম নিয়ে ভাবতে হবে না, যথেষ্ট করেছে বিরাট, নেতৃত্ব থেকে সরে যাওয়াটা স্মার্ট সিদ্ধান্ত : শাস্ত্রী
দক্ষিণ আফ্রিকা ১০.৫ ওভারে ৪ উইকেটে ৬১ রান তোলার পরেই প্রবল বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়। এক পয়েন্ট করে পেয়েছে দুই প্রতিদ্বন্দ্বী দল। এতে ৬ ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলল দক্ষিণ আফ্রিকা। ৭ ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে উঠে এল ওয়েস্ট ইন্ডিজ।
আরও পড়ুন-সুন্দরবনে ১৫০ কোটি টাকার মাস্টারপ্ল্যানে নতুন দিশা
এই ম্যাচের দিকে তাকিয়ে ছিল ভারতীয় শিবিরও। ওয়েস্ট ইন্ডিজ হেরে গেলে, শেষ ম্যাচে হারলেও মিতালিদের সামনে সেমিফাইনালের (নেট রানরেটে অনেকটা এগিয়ে থাকার সুবাদে) রাস্তা খোলা থাকত। কিন্তু ম্যাচ ভেস্তে যাওয়ায়, জয় ছাড়া অন্য কোনও পথ খোলা নেই ভারতের সামনে। তবে যদি কোনও কারণে রবিবারের ম্যাচও ভেস্তে যায়, সেক্ষেত্রে এক পয়েন্ট পেয়ে নেট রানরেটে এগিয়ে থাকার সুবাদে ওয়েস্টকে টেক্কা দিয়ে শেষ চারের টিকিট ছিনিয়ে নেবেন মিতালিরা। অন্য ম্যাচে পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এদিন প্রথমে ব্যাট করে ৪১.৩ ওভারে মাত্র ১০৫ রানে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায়। জবাবে ১৯.২ ওভারে ১ উইকেটে ১০৭ রান তুলে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। এই জয়ের সুবাদে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এল ইংল্যান্ড। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট পেলেও, নেট রানরেটে পিছিয়ে পাঁচে নেমে গেলেন মিতালিরা।
শেষ চারের দৌড়ে কে কোথায়
দল ম্যাচ জয় হার পয়েন্ট নেট রানরেট
অস্ট্রেলিয়া ৬ ৬ ০ ১২ ১.২৮৭
দক্ষিণ আফ্রিকা ৬ ৪ ১ ৯ ০.০৯২
ওয়েস্ট ইন্ডিজ ৭ ৩ ৩ ৭ -০.৮৮৫
ইংল্যান্ড ৬ ৩ ৩ ৬ ০.৭৭৮
ভারত ৬ ৩ ৩ ৬ ০.৭৬৮