প্রতিবেদন : মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) মানসিক রোগী বলে মন্তব্য করেছেন সাংসদ ডাঃ শান্তনু সেন (Santanu Sen)। বুধবার তিনি বলেন মিঠুন চক্রবর্তী দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন বলে শুনেছি। তাঁর বক্তব্য শুনে চিকিৎসক হিসেবে মনে হচ্ছে শুধু শারীরিক নয়, নিশ্চিত করে মানসিক অসুখও তাঁর হয়েছে। তা না হলে বর্তমান বাংলার রাজনীতির ময়দানে অতি-বড় আহাম্মকও এই ধরনের কথা বলবেন না, যাঁরা জানেন আপকি বার ২০০ পার বলে মাত্র ৭৭ আসনে জয়ী হয়ে বিজেপি নিজের ঘরই ধরে রাখতে পারছে না। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তারা নিজেরাই জানে না তাদের বিধায়ক সংখ্যা কত। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দরজা খুলে দিলে পুরো বিজেপি দলটাই উঠে যাবে। মিঠুন চক্রবর্তী নির্বাচনের সময় বলেছিলেন মারব এখানে লাশ পড়বে শ্মশানে। বাংলার মানুষ যোগ্য জবাব দিয়েছে। তিনি বলতেন তিনি নাকি জলঢোঁড়া বা হেলে-বোরা নন, তিনি কালকেউটে। গোখরো। এক ছোবলে ছবি করে দেন। এই বলে বিধানসভায় নিজের দলটাকেই ছবি করে দিয়েছেন। তাঁর ভীষণ ভয়। সেটা নিজের, নাকি ছেলের জন্য। সেই কারণেই মোদি-শাহকে খুশি করতে গিয়ে যে মানুষটি তাঁকে জীবনে একবার এবং সম্ভবত শেষবার সাংসদ করেছেন, তাঁর বিরুদ্ধেও কথা বলছেন। মজার বিষয় তাঁর বিধানসভার দলনেতাই প্রকাশ্যে তাঁর দায় নিতে অস্বীকার করেছেন। মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) দ্রুত মানসিক আরোগ্য কামনা করেছেন সাংসদ চিকিৎসক শান্তনু সেন (Santanu Sen)।
আরও পড়ুন: ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সাক্ষাৎকার প্রসঙ্গে কুণাল ঘোষের বিবৃতি