প্রতিবেদন : তীক্ষ্ণবুদ্ধি ও দৃঢ়প্রতিজ্ঞ মিতিন মাসির ভূমিকায় আবারও চমক দিতে চলেছেন কোয়েল মল্লিক। মঙ্গলবার হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আসন্ন থ্রিলার ‘মিতিন একটি খুনির সন্ধানে’ ছবির ট্রেলার প্রকাশ পেল। প্রকাশ করা হল সঙ্গীতও। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, কনীনিকা বন্দোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, সাহেব চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী ছাড়াও সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি, পরিচালক অরিন্দম শীল প্রমুখ।
আরও পড়ুন-১৬ দিনের সেবাশ্রয়ে উপস্থিতি প্রায় ৯৫ হাজার
সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের সৃষ্ট মিতিন মাসি সিরিজের তৃতীয় ছবি এটি। ছবির গল্প একটি সুবিন্যাস রহস্যের ইঙ্গিত দেয়। স্বামীর রহস্যজনক অন্তর্ধানের অনুসন্ধানের জন্য মিতিনকে দায়িত্ব দেয় স্ত্রী। এরপরই তদন্তে নেমে পরতে পরতে রহস্যের উন্মোচন করেন মিতিন।
পরিচালক অরিন্দম শীল জানান, ‘মিতিন— একটি খুনির সন্ধানে’ ছবিটির মাধ্যমে আমরা আরও আত্মদর্শী এবং জটিল একটি তদন্তকে তুলে ধরার চেষ্টা করেছি। এই গল্পটি মিতিনকে পেশাগত এবং আবেগগত—উভয় স্তরেই চ্যালেঞ্জ করে। সুরিন্দর ফিল্মস প্রযোজিত ‘মিতিন— একটি খুনির সন্ধানে’ ছবিটি ২৫ ডিসেম্বর মুক্তি পাবে।

