মিজোরামে পাথর খাদানে ধস নেমে মৃত নদিয়ার তিন যুবক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মিজোরামের হঠাৎ করেই পাথর খাদানে ধস। উদ্ধার হয়েছে আট জনের দেহ। মৃতদের মধ্যে নদিয়ার তেহট্টের তিন যুবক রয়েছে।

Must read

মিজোরামের হঠাৎ করেই পাথর খাদানে ধস। উদ্ধার হয়েছে আট জনের দেহ। মৃতদের মধ্যে নদিয়ার তেহট্টের তিন যুবক রয়েছে। তেহট্ট থেকে মিজোরামে কাজ করতে গিয়েছিলেন তাঁরা। মৃতদের নাম বুদ্ধদেব মণ্ডল (২৪), মিন্টু মণ্ডল (২২) ও রাকেশ বিশ্বাস (২০)।একটি ঠিকাদার সংস্থার দৌলতে রাস্তা নির্মাণের সময় খাদান থেকে পাথর আনার কাজ করছিলেন ১৩ জন।

আরও পড়ুন-নিশ্চুপ বিশ্বভারতী, চিন্তিত বাঁচাও কমিটির ফের আর্জি পৌষমেলা বাঁচাতে

প্রসঙ্গত সোমবার সন্ধ্যায় মিজোরামের হাঁথিয়াল গ্রামের পাথর খাদান ধস নামে আর সেই ধসে চাপা পড়ে যান বেশ কয়েক জন শ্রমিক। কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। যখন ধস নামে তখন পাথর খাদানটিতে বহু শ্রমিক কাজ করছিলেন। উদ্ধারকাজের জন্য দুর্ঘটনাস্থলে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, বিএসএফ, অসম রাইফেলসকে তলব করা হয়েছে। জানা যায় গত আড়াই বছর ধরে ওই খাদানটিতে কাজ চলছিল।

আরও পড়ুন-শুভেন্দুর মন্তব্যে ক্ষমা চাইতে পারবেন মোদি- শাহ? বিজেপিকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  

আজ এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘মিজোরামে পাথর খনি ধসে যে ১২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে আমি গভীরভাবে ব্যথিত। আমরা মৃতদেহ ফিরিয়ে আনার জন্য মিজোরাম সরকারের সাথে যোগাযোগ করছি এবং পরিবারগুলিকে সহায়তার আশ্বাস দিয়েছি। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি আমার সমবেদনা।’

 

Latest article