বিজেপি গোটা ভারতে উন্নয়ন করে দেখাতে পারেনি সেই উন্নয়ন বাংলায় একা করে দেখিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দলনেত্রীর কাজের খতিয়ান তুলে ধরলেন বাগদার তৃণমূল কংগ্রেস বিধায়ক বিশ্বজিৎ দাস (MLA Biswajit Das)। তবে এদিন বক্তব্যের শুরুতেই শহিদদের স্মরণ করে বিশ্বজিৎ একুশে জুলাইয়ের তাৎপর্য ব্যাখ্যা করেন। এরপরই বিশ্বজিৎ সাফ জানান, বাংলার ঘরে ঘরে সমস্ত সুযোগসুবিধা দায়িত্ব সহকারে পৌঁছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র পরিষেবা প্রদানই নয়, এদিন বাগদার বিধায়কের বক্তব্যে উঠে আসে বনগাঁ ও রানাঘাটের উন্নয়ন প্রসঙ্গ। এদিন বিশ্বজিৎ (MLA Biswajit Das)বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই দুই জায়গার প্রভূত উন্নয়ন হয়েছে। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের আগে নবজোয়ার যাত্রায় অভিষেকের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন বিশ্বজিৎ। তিনি বলেন, পঞ্চায়েতে সাফল্যের পিছনে অভিষেকের যাত্রার গুরুত্ব অপরিসীম। অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনে মতুয়া সম্প্রদায়ের মানুষকে প্রণাম জানান বাগদার বিধায়ক। এরপরই কেন্দ্রের বিজেপি সরকারকে উৎখাতের ডাক দিয়ে বাগদার বিধায়ক জানান, চব্বিশে স্বৈরাচারী শাসনের অবসান ঘটাবই।
আরও পড়ুন: ২ অক্টোবর ‘দিল্লি চলো’ ডাক অভিষেকের, আগামী মাসে BJP নেতাদের বাড়ি ঘেরাওয়ের ঘোষণা