সংবাদদাতা, শান্তিপুর : করোনার সচেতনতা বার্তা নিয়ে পথে নামলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। বৃহস্পতিবার সকাল থেকে শান্তিপুর শহরের বেশ কয়েকটি এলাকা এবং বাজারে করোনা সচেতনতা বার্তা নিয়ে হাজির হন বিধায়ক। এ ছাড়াও শহরের বেশ কয়েকটি বাজার ও জনবহুল এলাকায় মাইক নিয়ে সচেতনতার প্রচারও করেন।
আরও পড়ুন-পুরুলিয়ায় বাড়ছে করোনা, তৈরি পুরসভা
ক্রেতা এবং বিক্রেতাদের প্রত্যেককে বিধিনিষেধ মেনে চলার আবেদন জানান। পাশাপাশি যারা মাস্ক না পরে ঘুরে বেড়াচ্ছে, তাদের প্রত্যেককে নিজের হাতেই মাস্ক পরিয়ে দিলেন ব্রজকিশোর। এই ভাবেই বৃহস্পতিবার সকাল থেকে গোটা শান্তিপুর শহরে সচেতনতা প্রচার অভিযান চালালেন বিধায়ক। জানালেন, প্রতিদিনই যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে, তা খুবই উদ্বেগজনক। তাই সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। গোটা শান্তিপুরবাসীর উদ্দেশে তাঁর অনুরোধ, প্রত্যেকেই মাস্ক পড়ুন দূরত্ব বজায় রেখে চলুন। ভিড় এগিয়ে চলুন সরকারি বিধিনিষেধকে মেনে চলুন।