সংবাদদাতা, লাভপুর : মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিপিএম-বিজেপির (CPM BJP)লাগাতার অপপ্রচার এবং অসত্য কথার প্রতিবাদে এবার লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহের নেতৃত্বে ১৭টি অঞ্চলে জনসভা হবে। মঙ্গলবার এই অঞ্চল সভা হল দাঁড়কায়। অঞ্চলের প্রায় হাজার দশেক মানুষকে নিয়ে এই সভা করেন বিধায়ক। সভায় তৃণমূল কর্মীদের পাশাপাশি এলাকার মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুন-ভুলের জালে জড়িয়ে ম্যাচ গেল নাইটদের
অভিজিৎ সিংহ বলেন, যেদিন থেকে মুখ্যমন্ত্রী বীরভূমের মাটিতে দেউচা পাঁচামি কয়লাশিল্পের ঘোষণা করেছেন সেদিন থেকেই সিপিএম এবং বিজেপির মাথা খারাপ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে চলেছেন সেটা হজম করতে পারছে না বিরোধীরা। কয়লাশিল্প বাস্তবায়িত হয়ে গেলে ওদের আর তৃণমূলের বিরুদ্ধে বলার মতো কিছু থাকবে না। রাজনীতি থেকে হারিয়ে যাবে। ইতিমধ্যে সিপিএমকে মানুষ নিশ্চিহ্ন করে দিয়েছে। তাই গোপনে ওরা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনের পর দিন হেনস্তা করে যাচ্ছে। মিথ্যা বলে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর উদ্দেশ্যে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছে। কিন্তু মুখ্যমন্ত্রীকে রাজনীতির ময়দান থেকে উপড়ে ফেলা অসম্ভব বুঝেই প্রতিদিন মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে রাম-বামেরা। বিরোধীদের মিথ্যাচারকে মানুষের সামনে তুলে ধরে ওদের আসল রূপ চেনাতে চাই। লাভপুর ব্লকের ১৭টি অঞ্চলে মানুষদের নিয়ে সভা হবে। মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি বিরোধীদের অসত্য প্রচারের জবাব দেওয়া হবে।