প্রতিবেদন : মোদির সভার জন্য লন্ডভন্ড হয়ে গিয়েছে দুর্গাপুরের ঐতিহ্যবাহী নেহরু স্টেডিয়াম। শুক্রবারের সভার পর ভয়াবহ পরিস্থিতি। গোটা স্টেডিয়াম জল-কাদায় পরিপূর্ণ। এই অবস্থায় স্টেডিয়ামে ধানের চারা পুঁতে তীব্র প্রতিবাদ জানালেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী (MLA Naren)। স্টেডিয়ামের এই লন্ডভন্ড অবস্থা দেখে ব্যাপক ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য, অ্যাথলেটিক্সের ৪০০ মিটার বিশেষ ট্র্যাক আছে এই মাঠে।
আরও পড়ুন- দ্রুত আরোগ্য কামনা করছি, শাহরুখের চোট নিয়ে চিন্তায় মমতা বন্দ্যোপাধ্যায়
ক্রিকেট পিচ রয়েছে। একসময় এয়ারলাইন্স কাপ ফুটবল প্রতিযোগিতা হত এই স্টেডিয়ামে। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দল এখানেই প্রদর্শনী ম্যাচ খেলেছে। ইন্টার স্টিল ফুটবল, ক্রিকেট প্রতিযোগিতা হত। ক্যামেরুনের বিশ্বকাপার রজার মিল্লাও এসেছিলেন এই মাঠে। সেই ঐতিহ্যবাহী মাঠের ঘাস, মাটি তুলে বালি, পাথর ফেলে তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ ও হ্যাঙ্গার। মাঠের জলনিকাশি ব্যবস্থার দফারফা করে বানানো হয়েছিল প্রধানমন্ত্রীর আসার জন্য মসৃণ পথ। শুধুমাত্র জনসভা আয়োজনের জন্য সাতদিন ধরে দক্ষযজ্ঞ চলেছে এই মাঠে। এখন মাঠের যা পরিস্থিতি, তাতে মাঠকে আগের চেহারায় ফেরাতে বছরখানেক লাগবে বলে মনে করছে ক্রীড়া মহল। দুর্গাপুরের মানুষের সম্মানের সঙ্গে জড়িত ঐতিহ্যবাহী স্টেডিয়ামের এই হালের প্রতিবাদ জানিয়ে মাঠে ধান রোপণ করে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী (MLA Naren) বলেন, দুর্গাপুরের সংস্কৃতি, দুর্গাপুরের ঐতিহ্যবাহী স্টেডিয়াম নেহরু স্টেডিয়াম। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, অবিলম্বে যদি নেহরু স্টেডিয়াম ঠিকঠাক না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস।