খানিকটা শান্তিতেই মিটেছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব। ভাঙড় এবং ক্যানিংয়ে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয় তিনজনের। ক্যানিং, ভাঙড় ও সংলগ্ন এলাকায় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla) নিরাপত্তা বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাঁকে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে খবর।
গত শনিবার তৃণমূলের মেগা বৈঠক হয় কালীঘাটে। সেখানেই সিদ্ধান্ত হয়, ভাঙড়ের পর্যবেক্ষকের দায়িত্ব থাকছে শওকত মোল্লার (Saokat Molla) উপর। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার সঙ্গে থাকছেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। দায়িত্ব বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ানো হল শওকত মোল্লার নিরাপত্তাও।
আরও পড়ুন: শিয়ালদহ—বনগাঁ শাখায় ট্রেন বিভ্রাট, প্রশ্ন উঠছে রেলের রক্ষণাবেক্ষণ নিয়ে