জগদ্ধাত্রী-উদ্বোধনে বিধায়ক, এসপি

এ বছর অগ্নিকন্যা ক্লাবের ১৫ তম বর্ষের পুজোর থিম ‘কিশোরীবেলার পুতুলখেলা’।

Must read

সংবাদদাতা, মেদিনীপুর : শহরের পঞ্চুর চকে অগ্নিকন্যা ক্লাবের জগদ্ধাত্রী পূজোর (Jagadhatri Puja) উদ্বোধন করলেন পিংলার বিধায়ক অজিত মাইতি এবং পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার। এ বছর অগ্নিকন্যা ক্লাবের ১৫ তম বর্ষের পুজোর থিম ‘কিশোরীবেলার পুতুলখেলা’।

আরও পড়ুন-নিষেধাজ্ঞার ধাক্কায় এবার রুশ তেল বন্ধ করল ভারতের শোধনাগারগুলি

নারীর শৈশব, তার সৃষ্টিশীলতা ও সাংস্কৃতিক জাগরণের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে এই থিম। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত, কোতোয়ালি থানার আইসি অমিত সিনহা মহাপাত্র, মেদিনীপুরের পুরপ্রধান সৌমেন খান-সহ স্থানীয় বিশিষ্টজনেরা।

Latest article