ভিন রাজ্যে মৃত বাংলার শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক

সেই মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়লেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, দলীয় কর্মী ও জনপ্রতিনিধিরা।

Must read

সংবাদদাতা, সন্দেশখালি : বসিরহাট মহকুমার সন্দেশখালি দু-নম্বর ব্লকের বাসিন্দা আকবর গাজির মৃত্যু হয়েছে অন্ধ্রপ্রদেশে কাজে গিয়ে। সেই মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়লেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, দলীয় কর্মী ও জনপ্রতিনিধিরা। একই সঙ্গে সবধরনের সরকারি সাহায্যেরও ব্যবস্থা করেন বিধায়ক।

আরও পড়ুন-আছড়ে পড়ল প্রাইভেট জেট

এদিন মৃত শ্রমিকের পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেন বিধায়ক ও জনপ্রতিনিধিরা। বেড়মজুর ২ নম্বর অঞ্চলের ধূপখালি গ্রামের বাসিন্দা ছিলেন আকবর গাজি, তিনি গিয়েছিলেন অন্ধপ্রদেশে কাজে। দীর্ঘদিন ধরে ভিন রাজ্যে বাংলা বলায় তাঁকে বাংলাদেশি বলে ভাগিয়ে দেওয়া হতে পারে— সে-জন্য মানসিক চাপে ছিলেন। কয়েকদিন আগে হঠৎই হৃদরোগে আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালে মারা যান তিনি। বিধায়ক সুকুমার মাহাতো বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, মৃত্যুর খবর পেয়ে পরিবারকে আর্থিক সাহায্য করা হয়েছে, তাঁদের সবরকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছি।

Latest article