মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে ত্রাণ বিলি শুরু করলেন বিধায়ক

গত বৃহস্পতিবার ২ অক্টোবর বিকালে কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় সন্দেশখালির পাথরঘাটা গ্রাম। শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়

Must read

সংবাদদাতা, সন্দেশখালি : গত বৃহস্পতিবার ২ অক্টোবর বিকালে কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় সন্দেশখালির পাথরঘাটা গ্রাম। শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আহত হন ৬ জন। এদের মধ্যে পাঁচ জন হাসপাতালে ভর্তি।

আরও পড়ুন-শনিবারও বিসর্জন, তৎপর পুরসভা

এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন ক্ষতিগ্রস্ত সন্দেশখালির পাথরঘাটা গ্রামে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য। সেই মতোই ঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রামের মানুষের পাশে দাঁড়ালেন বিধায়ক সুকুমার মাহাতো। ত্রাণ, অ্যাডবেস্টার, ত্রিপল-সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন বিধায়ক। খুশি এলাকার মানুষ। ওই কয়েক মিনিটের ঝড়ে কাঁচা বাড়ি, পাকা বাড়ি থেকে শুরু করে বড় বড় গাছ এবং চাষের জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ত্রাণ এবং সরকারি সাহায্যের আবেদন করছিল ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা। ঘটনার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো শনিবার পর্যাপ্ত পরিমাণে সমস্ত রকম ত্রাণসামগ্রী নিয়ে ঘটনাস্থলে যান। বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে ক্ষতিগ্রস্ত বাড়ির ছাদে অ্যাসবেস্টার তুলে দেন।

Latest article