সংবাদদাতা, পুরুলিয়া : কংগ্রেস স্থানীয় মানুষকে ভুল বুঝিয়ে হতাশাগ্রস্ত করে দিতে চাইছে। তাই জনসংযোগের নতুন অধ্যায় শুরু করলেন বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাতো (Sushanta Mahato)। আগেভাগে দিনক্ষণ ঘোষণা করে রবিবার থেকেই নিজের বিধানসভা এলাকায় গ্রামযাত্রা শুরু করলেন। এদিন বুড়দা কালিমাটি অঞ্চলের বুকাডি গ্রামে যান তিনি। সুশান্ত (Sushanta Mahato) বলেন, শিক্ষক নিয়োগ নিয়ে আদালতে মামলার কারণে কোনও কোনও স্কুলে ছাত্র অনুপাতে শিক্ষক নেই একথা সত্য। সেই সমস্যা সমাধানে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন। আমি নিজে তাঁর সঙ্গে কথা বলেছি। তিনি শিক্ষামন্ত্রীকে বিষয়টি দেখতে বলেছেন। তার পরেও রাজনীতি করছে কংগ্রেস। তাই মানুষের কাছে গিয়ে কংগ্রেসের মিথ্যাচার সম্পর্কে অবহিত করছি। এদিন বিধায়ক গ্রামবাসীর সমস্যার কথা শোনেন। মানুষ তাঁকে উন্নয়নের একাধিক প্রস্তাব দেন। তাঁরা জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস জমানায় যা উন্নয়ন হয়েছে, তা আগে হয়নি। রাস্তা, আলো, পানীয় জলের সমস্যা অনেকটা মিটেছে। কিছু কাজ বাকি আছে। মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে।
- আরও পড়ুন: দলে দুর্নীতিগ্রস্তদের ঠাঁই নেই: চন্দ্রনাথ