উন্নত স্বাস্থ্য-পরিষেবা দিতে আগ্রহী বিধায়ক

স্থানীয় চিকিৎসকদের দিয়ে বিনামূল্যে উন্নত মানের পরিষেবা দেওয়ার উদ্যোগ নিলেন অশোকনগরের বিধায়ক, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী।

Must read

সংবাদদাতা, অশোকনগর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করেছেন। ব্লক থেকে জেলা স্তরের হাসপাতালগুলির মান বাড়িয়ে স্বল্প খরচে উন্নত পরিষেবার ব্যবস্থা করেছেন। মুখ্যমন্ত্রীর সেই ধারাকে বজায় রেখে স্থানীয় চিকিৎসকদের দিয়ে বিনামূল্যে উন্নত মানের পরিষেবা দেওয়ার উদ্যোগ নিলেন অশোকনগরের বিধায়ক, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী।

আরও পড়ুন-‘এখানে মা বোনদের আগলে রাখা হয়’ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে দিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

অশোকনগর কল্যাণগড়ের পুরপ্রধান প্রবোধ সরকার-সহ একাধিক পুরপিতাকে সঙ্গে নিয়ে পুরসভা পরিচালিত মাতৃসদন-সহ পার্ক ও অন্যান্য জায়গা পরিদর্শনে যান বিধায়ক। মাতৃসদনে কীভাবে আরও বেশি ডাক্তার ও শয্যার ব্যবস্থা করা যায় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি বিনোদন পার্কগুলি আরও উন্নত মানের করার বিষয়েও পুরপ্রধান ও আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। বিধায়ক জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য পরিষেবাকে যেভাবে ঢেলে সাজাচ্ছেন তাতে মানুষকে কম খরচে পুরসভার তত্ত্বাবধানে থাকা মাতৃসদনগুলি কম খরচে মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিয়ে যাচ্ছে। অশোকনগরের মাতৃসদনে বর্তমানে ৩০টি বেড রয়েছে। চেষ্টা করছি রাজ্য সরকারের সঙ্গে কথা বলে বেড বাড়াতে।

Latest article