ভুয়ো ভোটার ধরা, জনসংযোগের মাধ্যমেসংগঠন মজবুত করার বার্তা বিধায়কের

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজে নামতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলে উন্নয়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করেছেন।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ভুয়ো ভোটার (Voter) সংক্রান্ত আলোচনার পাশাপাশি ব্লক কমিটি গঠন এবং ব্লক সুপার ভাইজার গঠন-সহ জনসংযোগের মধ্য দিয়ে দলীয় সংগঠন মজবুত করার উদ্দেশ্যে বুধবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লক তৃণমূল নেতৃত্বদের নিয়ে রান্টুয়াতে দলীয় কার্যালয়ে গুরুত্বপূর্ণ সভার আয়োজন হয়৷ সভায় উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত, ঝাড়গ্রাম জেলা তৃণমূল সভাপতি তথা নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু-সহ জেলা পরিষদের সদস্য, গ্রাম পঞ্চায়েত প্রধান ও ব্লক নেতৃত্ব৷

আরও পড়ুন-বারাসতে ক্রীড়া পরিকাঠামো

সভায় দুলাল মুর্মু দলের নেতা-কর্মীদের বলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে দলকে আরও সংগঠিত করতে হবে। প্রতিটি বুথের ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ বাড়ি বাড়ি গিয়ে করতে হবে। সেই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজের যাবতীয় খতিয়ান তুলে ধরে প্রচার করতে হবে। ঘরে বসে থাকলে চলবে না। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজে নামতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলে উন্নয়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করেছেন। সেই শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য একত্রে কাজ করতে হবে।

Latest article