ভ্রাম্যমাণ দুয়ারে স্বাস্থ্য : সূচনায় মন্ত্রী স্বপন

শনিবার পূর্ব বর্ধমানের মেমারি, খণ্ডঘোষ, আউশগ্রাম, মঙ্গলকোট ও পূর্বস্থলী বিধানসভায় চালু হল ৫টি ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা যানের।

Must read

সংবাদদাতা, বর্ধমান : শনিবার পূর্ব বর্ধমানের মেমারি, খণ্ডঘোষ, আউশগ্রাম, মঙ্গলকোট ও পূর্বস্থলী বিধানসভায় চালু হল ৫টি ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা যানের। পূর্বস্থলী ১ ব্লকে উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। ওই মেডিক্যাল ভ্যানেই নিজেরও স্বাস্থ্যপরীক্ষা করান তিনি। অন্যান্য ৪ বিধানসভাতেও উপস্থিত ছিলেন সেখানকার বিধায়ক ও জনপ্রতিনিধিরা। মেমারি গ্রামীণ হাসপাতালে ভ্রাম্যমাণ এই চিকিৎসা যানের উদ্বোধন করেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য।

আরও পড়ুন-লেদার কমপ্লেক্সে আগুন, হাসপাতালে গেলেন মন্ত্রী

সিএমওএইচ জয় হেমব্রম জানান, পূর্ব বর্ধমান জেলায় মোট ১২টি ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবার গাড়ির মধ্যে এদিন চালু হল পাঁচটি। কালনা ও কেতুগ্রামের জন্য দু-একদিনের মধ্যেই আরও দুটি গাড়ি এসে যাবে বলে জানান তিনি। মন্ত্রী জানান, ভ্রাম্যমাণ পরিষেবা দুর্গম, পশ্চাৎপদ এলাকার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। সেটা ঠিক করবেন রোগী কল্যাণ সমিতি ও জেলার প্রশাসনিক কর্তারা। এর ফলে গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। মানবিক মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে বাংলার মানুষ ঘরে বসেই উন্নত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন।

Latest article