আজ নির্বাচন (Election) অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানে (Pakistan)। কিন্তু চরম রাজনৈতিক অস্থিরতা, জঙ্গি হামলা, অর্থনৈতিক সংকটের মধ্যেই বুধবার রক্তাক্ত হয়েছে পাকিস্তান। এর মধ্যেই দু’টি বিস্ফোরণে কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে। গতকালের দু’টি বিস্ফোরণের দায় ইসলামিক স্টেট স্বীকার করেছে। স্বাভাবিকভাবেই পাকিস্তানের নির্বাচনে ভোটারদের সংখ্যা কম হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইমরান খান না থাকায় এই নির্বাচনে নওয়াজ শরিফ কিছুটা এগিয়ে বলে মনে করা হচ্ছে। নওয়াজ শরিফের প্রতিদ্বন্দ্বী বিলাওয়াল ভুট্টো জরদারি।
আরও পড়ুন-সো মোরিরি-র হাতছানি
এই অবস্থায় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যায় পাকিস্তানে অধিকাংশ জায়গায়। নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সির নির্দেশে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কমিশনার সিকন্দার রাজা সুলতান জানান ইন্টারনেট বা মোবাইল পরিষেবা ব্যাহত করার সিদ্ধান্ত কমিশনের নয় নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, প্রাক্তন পিপিপি সেনেটর মুস্তফা নওয়াজ খোকর অভিযোগ জানান পাকিস্তানের নির্বাচনে রিগিং শুরু হয়ে গিয়েছে। পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক জং-এর পরিষেবা ব্যাহত হয়েছে।