প্রতিবেদন : আরও বেশি স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন শুরু করেছে অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন মণিপুর। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরেই উত্তর-পূর্বের রাজ্য মণিপুরের পরিস্থিতি ছিল আশান্ত ও উত্তজেনাপূর্ণ। শনিবার পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ছাত্র সংগঠনের কয়েকজন সদস্য পুলিশের একটি জিপে আগুন লাগিয়ে দেয়। পাশাপাশি তারা পথ অবরোধ শুরু করে। পরিস্থিতির সুযোগে একদল সমাজবিরোধী সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য পোস্ট করতে শুরু করেছে। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আশঙ্কায় প্রশাসন আপাতত পাঁচদিনের জন্য ইন্টারনেট (Mobile Internet Suspended in Manipur) পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: ভারত-আমেরিকা সেনা-মহড়া
গত কয়েকদিন ধরেই উত্তরপূর্বের এই রাজ্য ছাত্র রাজনীতি নিয়ে উত্তাল (Mobile Internet Suspended in Manipur)। রাজ্যের শক্তিশালী উপজাতি পড়ুয়া সংগঠন অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন মণিপুর দাবি জানিয়েছে, বিধানসভায় মণিপুর স্বায়ত্তশাসন জেলা পরিষদ বিল, ২০২১ পেশ করতে হবে। গত বছরই বিলটির খসড়া তৈরি হয়েছে। এই বিলে রাজ্যের আদিবাসী অধ্যুষিত এলাকায় বৃহত্তর স্বায়ত্তশাসন দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু গত মঙ্গলবারই মণিপুর (পাহাড়ি অঞ্চল) জেলা পরিষদ ষষ্ঠ ও সপ্তম সংশোধনী বিল পেশ করা হয়েছে। আন্দোলনকারীদের দাবি, ওই সংশোধনী বিলে তাদের দাবির কথা বলা নেই। আর তারপরই উত্তেজনা ক্রমশই বাড়ছে। শনিবার সংগঠনের তরফে রাজধানী ইম্ফলে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। পুলিশ মিছিলের গতি রোধ করলে খণ্ডযুদ্ধ বেধে যায়।