কোচবিহারে শীঘ্রই চালু হবে মোবাইল মেডিক্যাল ইউনিট

প্রশাসন সূত্রে জানা গেছে প্রাথমিক ভাবে কোচবিহারের চারটি ব্লক কোচবিহার ১, শীতলকুচি, নাটাবাড়ি, মেখলিগঞ্জে এই ভ্রাম্যমান চিকিৎসা পরিসেবা শুরু হবে।

Must read

সংবাদদাতা, কোচবিহার : প্রত্যনমোবাইল মেডিক্যাল ইউনিট চালু হতে চলেছে কোচবিহারে। কোচবিহার জেলার চারটি ব্লকে আপাতত এই স্বাস্থ্য পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই মোবাইল মেডিক্যাল ইউনিটে থাকবেন চিকিৎসক নার্স স্বাস্থ্য কর্মীরা। কোচবিহারের জেলাশাসক রাজু মিশ্রা বুধবার স্বাস্থ্য দপ্তরের কর্তাদের সঙ্গে জেলাশাসক দফতরে এই বৈঠক করেছেন। জানা গিয়েছ, প্রত্যন্ত এলাকার মানুষের কাছে আরও ভালোভাবে চিকিৎসা পৌঁছে দিতে জেলাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কোচবিহারের জেলাশাসক রাজু মিশ্রা বলেন, মোবাইল মেডিক্যাল ইউনিট চালুর ব্যাপারে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে এদিন আলোচনা হয়েছে। শীঘ্রই এই পরিষেবা চালু হবে এই জেলায়।

আরও পড়ুন-ঘাটাল মাস্টার প্ল্যানে খালসংস্কারের আগে সপার্ষদ পরিদর্শনে এডিএম

প্রশাসন সূত্রে জানা গেছে প্রাথমিক ভাবে কোচবিহারের চারটি ব্লক কোচবিহার ১, শীতলকুচি, নাটাবাড়ি, মেখলিগঞ্জে এই ভ্রাম্যমান চিকিৎসা পরিসেবা শুরু হবে। এরপরে অন্য ব্লক গুলিতেও ধাপে ধাপে এই পরিসেবা শুরু হবে। জেলাপ্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের ধারণা, প্রত্যন্ত এলাকার অনেক বাসিন্দা চিকিৎসা নিয়ে অবহেলা করেন। সরকারি হাসপাতালের আউটডোরে এসে স্বাস্থ্য পরীক্ষা করাতেও তাদের মধ্যে অনিহা দেখা যায়। তাই কোনো রোগ জটিল আকার নেওয়ার আগে প্রাথমিক প্রয়োজনীয় চিকিৎসার পরামর্শ ও চিকিৎসার জন্য প্রত্যন্ত গ্রাম গুলিতে পৌঁছে যাবে স্বাস্থ্য দপ্তরের ভ্রাম্যমান গাড়ি। এতে গ্রামবাসীদের কাছে গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা বা কোনো রোগের প্রাথমিক চিকিৎসা দ্রুত করা সম্ভব হবে। কোচবিহারের জেলাশাসক এদিন কোচবিহারের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো নিয়ে বিস্তারিত খোঁজ নিয়েছেন। উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার এমজেএন হাসপাতালকে মেডিক্যাল কলেজে উন্নতিকরণ করেছেন ইতিমধ্যেই। গ্রামের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিতে জেলাজুড়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গুলির পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছে জেলা প্রশাসন।

Latest article