প্রতিবেদন : শিশুদের মোবাইল ফোনের প্রতি আসক্তি ক্রমশই বাড়ছে। বিপথে চালিত হচ্ছে আগামী প্রজন্ম, এই আশঙ্কায় এবার কড়া হল প্রশাসন। ১৮ বছরের কম বয়সিদের জন্য মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মহারাষ্ট্রের এক গ্রামে। মহারাষ্ট্রের পশ্চিম বিদর্ভ অঞ্চলের ইয়াভাতমাল জেলার বাঁশি গ্রামে ১৮ বছরের কম বয়সিদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন-দুধপুকুর পরিস্রুতকরণ
শিশুদের গেম খেলার প্রতি আসক্তি কমাতে এবং ভুল সার্ফিং সাইটে যাতে নজর না যায় সেই কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রামের সকলের সম্মতিতেই মোবাইল নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত। গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রামসভায় অভিভাবকদের কাছে গোটা বিষয়টির স্পষ্ট ব্যাখ্যা দেন। পঞ্চায়েতের প্রধান বলেন, বর্তমানে শিশু ও কম বয়সিরা ভীষণ রকম মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। এ জন্য অভিভাবকদের এবং স্কুলকেও সজাগ দৃষ্টি দিতে হবে। প্রয়োজনে কাউন্সেলিংয়ের মাধ্যমে সকলকে বোঝাতে হবে। তাঁর মতে রাজ্য জুড়ে এই সিদ্ধান্ত কার্যকর হলে আখেরে লাভ হবে আগামী প্রজন্মের।