মার্কিন যুক্তরাষ্ট্রের এক স্কুলে বন্ধ করে দেওয়া হল মোবাইল ফোনের ব্যবহার

পড়ুয়ারা প্রয়োজনে স্কুলের সাধারণ ফোন ব্যবহার করতে পারবে। স্কুলের এক শিক্ষক জানিয়েছেন, ছাত্রেরা প্রথমদিকে ক্লাসে অমনোযোগী ছিল

Must read

মার্কিন যুক্তরাষ্ট্রের এক স্কুলে বন্ধ করে দেওয়া হল মোবাইল ফোনের ব্যবহার। পড়ুয়াদের ভবিষ্যৎ এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে ম্যাসাচুসেটের বাক্সটন স্কুল নামে একটি হাইস্কুল। জানা গিয়েছে, ওই স্কুল চত্বরের ১১৪ একর এলাকায় স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন-ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় মৃত পাঁচ, রুশ সেনা ঘাঁটিতে বিস্ফোরণে মৃত তিন

পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মী কেউই স্কুল চত্বরে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। ফলে যে সমস্ত ছাত্ররা বাড়ি থেকে যাতায়াত করে তারা ফোন নিয়ে স্কুলে আসতে পারবে না। আর যারা হস্টেল থাকে তাদের স্কুলে এসেই ফোন জমা রাখতে হবে। তবে পড়ুয়ারা প্রয়োজনে স্কুলের সাধারণ ফোন ব্যবহার করতে পারবে। স্কুলের এক শিক্ষক জানিয়েছেন, ছাত্রেরা প্রথমদিকে ক্লাসে অমনোযোগী ছিল। মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করায় প্রথমদিকে সকলে অস্বস্তি বোধ করলেও ধীরে-ধীরে সকলে স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে।

Latest article