মায়ানমারের সিটুয়ে তান্ডবলীলা চালাচ্ছে ‘মোকা’

প্রবল ঘূর্ণিঝড় ‘মোকা’ (Mocha) এখন বাংলাদেশের (Bangladesh) কক্সবাজার উপকূলে আছড়ে পড়েছে। মায়ানমার উপকূলেও তাণ্ডব চালাচ্ছে মোকা

Must read

প্রবল ঘূর্ণিঝড় ‘মোকা’ (Mocha) এখন বাংলাদেশের (Bangladesh) কক্সবাজার উপকূলে আছড়ে পড়েছে। মায়ানমার উপকূলেও তাণ্ডব চালাচ্ছে মোকা। এর জেরে কক্সবাজার ও রাখাইনসহ উত্তর মায়ানমারের বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। রবিবার সকাল থেকে কক্সবাজার ও উত্তর মায়ানমার উপকূল পার করে ঘূর্ণিঝড়। ক্রমশ এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।

আরও পড়ুন-শিশুকন্যাদের সুরক্ষার বার্তা নিয়ে দেশ ঘুরবেন ৩ শিক্ষিকা

বিকেল বা সন্ধ্যা নাগাদ যা মায়ানমারের সিটুয়ের কাছ দিয়ে কক্সবাজার ও উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করতে পারে। আজ সকাল ৮টায় আবহাওয়া দফতরের ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরী এই ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি তাই সাগর এখন উত্তাল। এটি ক্রমশ বাংলাদেশের উত্তর-উত্তরপূর্ব উপকূলে এগোচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। সেই গতিবেগ ২১৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

Latest article