অভিনয়ে সুযোগের নামে মডেলকে ধর্ষণ, অভিযোগ

Must read

প্রতিবেদন : সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেওয়ার নামে কলকাতার এক মডেলকে (Model) দু’বছর ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। এ-নিয়ে কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতা। গত ২০২৩-এর অগাস্ট থেকে একাধিকবার ধর্ষণের শিকার বলে অভিযোগ করেছেন নিগৃহীতা মডেল। অভিযোগকারিণীর বক্তব্য, টলিউডে কাজ দেওয়ার নামে কসবা এলাকায় একটি বাড়িতে অডিশনের নাম করে ডাকা হয়েছিল তাঁকে। কিন্তু কোনও কাজ তো দেওয়া হয়িনি, উল্টে দিনের পর দিন মূলত দু’জন তাঁকে লাগাতার ধর্ষণ করেছেন এবং শারীরিক নির্যাতন করেছেন বলে অভিযোগ। অভিযুক্তরা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত বলেই দাবি তরুণীর।

আরও পড়ুন- বাংলা ভাষার অসম্মান মানব না, সংসদের ভিতরে-বাইরে সোচ্চার সাংসদরা

Latest article