সংবাদদাতা, রায়গঞ্জ : রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (raiganj medical college and hospital) চলতি সপ্তাহেই শুরু হতে চলেছে মাইক্রো সার্জারি বা ল্যাপারোস্কোপিক সার্জারি পরিষেবা। ফলে আগামীতে চিকিৎসার ক্ষেত্রে অত্যাধুনিক যন্ত্রাংশ যুক্ত পরিষেবা পাবেন সাধারণ রোগীরা। সোমবার এমনটাই জানান হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত সুপার বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘এতদিন রায়গঞ্জ মেডিক্যালে (raiganj medical college and hospital) ওপেন সার্জারী হত। কিন্তু বর্তমান যুগের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার সঙ্গে পাল্লা দিয়ে এবারে এই সরকারি হাসপাতালেও মাইক্রোসার্জারির মতো পরিষেবা পাবেন রোগীরা।’’ তিনি আরও বলেন, “উত্তরবঙ্গের বাকি সব মেডিক্যাল কলেজের থেকে উন্নত যন্ত্র আমরা এই ধরনের অস্ত্রোপচারে ব্যবহার করব। যাতে চিকিৎসার মান আরও উন্নত হবে।”