মহানগরীর পথে নামছে আধুনিক ট্রলি বাস

লকডাউন পর্বের আগে একটি ট্রাম রুট থেকে প্রতিদিন যে অঙ্কের টাকা আয় হত, তা কমে এখন চার ভাগের একভাগ হয়ে দাঁড়িয়েছে।

Must read

প্রতিবেদন : কলকাতা পুরসভা নির্বাচনের আগেই এই শহরকে আরও আধুনিক ভাবে গড়ে তোলার কথা ঘোষণা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে এবার আরও একধাপ এগোতে চলেছে তিলোত্তমা। সব ঠিকঠাক চললে আগামী দিনে শহরের বুকে দেখা যেতে পারে পরিবেশবান্ধব আধুনিক ট্রলি বাস। বিশ্বের বেশ কয়েকটি আন্তর্জাতিকমানের শহরে দেখা যায় এই ট্রলি বাস। এবার কলকাতা শহরেও ইলেকট্রিক ট্রলি বাস চালানোর চিন্তাভাবনা শুরু করছে পরিবহণ দফতর। পরিসংখ্যান বলছে, এ শহরে ট্রাম-যাত্রীর সংখ্যা ক্রমশ কমছে।

আরও পড়ুন-আত্মতুষ্টি নয়, জিতুন পরিশ্রমে

ফলে কমছে ট্রামের সংখ্যাও। যার নিট ফল, প্রতিমাসে রাজ্য পরিবহণ নিগমের আর্থিক ক্ষতির পরিমাণ বাড়ছে। লকডাউন পর্বের আগে একটি ট্রাম রুট থেকে প্রতিদিন যে অঙ্কের টাকা আয় হত, তা কমে এখন চার ভাগের একভাগ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও নানাবিধ কারণে কলকাতা শহরের একাধিক ট্রাম রুট বন্ধ হয়ে গিয়েছে। এই বন্ধ হয়ে যাওয়া ট্রাম রুটগুলিতেই এবার আধুনিক পরিবেশবান্ধব ট্রলি বাস চালানোর চিন্তাভাবনা শুরু হয়েছে।

আরও পড়ুন-১১ দফা দাবী নিয়ে ত্রিপুরার ৫৮ টি ব্লকে তৃণমূল কংগ্রেসের গণ ডেপুটেশন

ওভারহেড ইলেকট্রিকের তারের মাধ্যমে যেভাবে ট্রাম চলে, ঠিক একই প্রযুক্তিতে চলবে এই ইলেকট্রিক ট্রলি বাস। মূলত ট্রামলাইন ধরেই চলবে এই বাস। তবে এই ট্রলি বাস লাইন ছাড়াও চলাচল করতে পারে বলেই জানা গিয়েছে। তার জন্য প্রতিটি বাসেই রয়েছে ব্যাটারি। যা ইলেকট্রিক লাইনে চলার সময় রিচার্জ করে নেওয়া সম্ভব। এই পরিকল্পনা আপাতত একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে। তবে এ নিয়ে একটি সমীক্ষা শুরু হয়েছে।

Latest article