আদানির হয়ে তদ্বির খোদ মোদির! শ্রীলঙ্কার একটি বিদ্যুৎকেন্দ্র তৈরির বরাত যাতে শিল্পপতি আদানির সংস্থাকে দেওয়া হয় তার জন্য নাকি সেদেশের সরকারের উপর চাপ তৈরি করেছিলেন মোদি। অভিযোগ সামনে আসতেই ফের সোচ্চার বিরোধীরা। তাঁদের বক্তব্য, শুধু দেশের ভিতরেই নয়, এবার বিদেশেও আদানির হয়ে তদ্বির শুরু করেছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন-প্রয়াগরাজে বাড়ি ভাঙা সম্পূর্ণ বেআইনি, মত এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির
মোদি-আদানি সখ্য নিয়ে এতদিন যে অভিযোগ উঠছিল এবার কার্যত তাতেই সিলমোহর পড়ল। শ্রীলঙ্কার ওই প্রকল্পটি ঘিরে একইভাবে অভিযোগের তিরে বিদ্ধ হয়েছেন সেদেশের প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেও। গত সপ্তাহে শ্রীলঙ্কার সংসদীয় কমিটির সামনে সিলোন বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান এমএমসি ফার্দিনান্দো আদানির হয়ে মোদির অনুরোধের কথা ফাঁস করে দেন। পরে চাপের মুখে বয়ান বদলও করেন।