নবনীতা মণ্ডল, নয়াদিল্লি: মোদি সরকারের ৯ বছরে দেশের বেহাল অবস্থা তুলে ধরল বিরোধীরা। শুক্রবার তৃণমূল কংগ্রেস, কংগ্রেস থেকে শুরু করে বিরোধী দলগুলি বিভিন্ন বিষয় তুলে ধরে মোদি সরকারের ব্যর্থতার স্পষ্ট চিত্রটি সামনে আনে। অর্থনীতি, বিদেশনীতি, বেকারত্ব, কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি, রাজনৈতিক পরিস্থিতি, সংসদের গুরুত্ব সব বিষয়েই মোদি সরকারের বিরুদ্ধে স্বৈরাচারী শাসন কায়েম করার অভিযোগ করেছে বিরোধীরা।
আরও পড়ুন-আজ বোর্ডের সাধারণ সভা, নজর বিশ্বকাপে, কোয়ার্টার ফাইনাল পেতে পারে ইডেন
সরকারের নয় বছরে ৯টি ব্যর্থ প্রতিশ্রুতি এবং বিপর্যয়কর নীতিগত সিদ্ধান্ত নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে এদিন তোপ দেগেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি বলেছেন, এই নয় বছরে মোদি সরকার মূল্যবৃদ্ধি কমাতে ব্যর্থ, চাকরি দিতে পারেনি। সামাজিক সম্প্রীতি নষ্ট করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, সংবিধানের মর্যাদা দিতেও ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন-‘ওসিকে জানান এরকম বেআইনি বাজি তৈরি হলে’ নিষিদ্ধ বাজি তৈরির কারখানা রুখতে পথ দেখালেন মুখ্যমন্ত্রী
দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করেছে। সংসদীয় কার্যকলাপকে হাস্যকর পর্যায়ে নামিয়ে এনেছে। নির্বাচন কমিশনকে বিজেপির দাসে পরিণত করেছে। কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার করে শুধুমাত্র বিরোধীদের নিশানা করেছে। নোটবন্দি করে সাধারণ মানুষকে অকারণ হেনস্থা করেছে। বিতর্কিত তিন কৃষি আইন তৈরি করে একাধিক কৃষককে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। শ্রমিক বিরোধী নীতি এবং লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলির বেসরকারীকরণ করে মোদি সরকার দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এভাবেই নয় বছরে মোদি সরকার তার ব্যর্থতার পরিচয় তুলে ধরেছে। ডেরেক ও’ব্রায়েন বিজেপিকে তীব্র কটাক্ষ করে বলেছেন, প্রধানমন্ত্রী মোদি নিজে এবং বিজেপির অন্য নেতারাও অকাতরে একের পর এক প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু ওই সমস্ত প্রতিশ্রুতি পালনে ব্যর্থ তারা।
একইভাবে মোদি সরকারের ৯ বছর পূর্তিতে কংগ্রেস সরকারকে ৯টি প্রশ্ন করেছে। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কৃষকদের আয়ের মতো একাধিক বিষয় তুলে ধরে আক্রমণ করেছে মোদি সরকারকে। এই ৯ বছর দেশের আমজনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য মোদি সরকারকে ক্ষমা চেয়ে এই দিনটি মাফি দিবস হিসেবে পালন করার পরামর্শ দিয়েছে কংগ্রেস। কংগ্রেস এদিন ‘নয় বছর নয়টি প্রশ্ন’ নামে একটি পুস্তিকাও প্রকাশ করেছে।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…