সংবাদদাতা, আলিপুরদুয়ার : মহাসড়ক নির্মাণ করতে গিয়ে নির্বিচারে ব্যবসায়ীদের উচ্ছেদ করছে কেন্দ্রীয় সরকার (Modi Government)। ২৩০ জন অসহায় ব্যবসায়ীর পাশে দাঁড়াল জেলা প্রশাসন। ব্যবস্থা করা হল পুনর্বাসনের। গুজরাত থেকে অসমের শিলচর পর্যন্ত তৈরি হচ্ছে পূর্ব-পশ্চিম মহাসড়ক। এই মহাসড়কের একটা অংশ যাচ্ছে আলিপুরদুয়ার জেলার ওপর দিয়ে। কেন্দ্রের (Modi Government) উদাসীনতায় ইতিমধ্যেই আন্দোলনে নেমেছেন এই সমস্ত ব্যবসায়ীরা। আর তাঁদের আন্দোলনে পাশে দাঁড়িয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। এসজেডিএ-র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি সোনাপুরে ব্যবসায়ী সমিতি ও শীলবাড়ি হাট ব্যবসায়ী সমিতির সঙ্গে এই বিষয়ে মিটিং করে জানালেন, জেলা প্রশাসনের তরফ থেকে সোনাপুর ব্যবসায়ী সমিতিকে যে আশ্বাস দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে, তাদের জন্য যে অস্থায়ী দোকান ঘরগুলো করে দেওয়া হচ্ছে, সেগুলি ব্যবসায়ী সমিতি যেভাবে বলবে সেভাবেই জেলা প্রশাসন তৈরি করে দেবে ।
আরও পড়ুন-মোদির গুজরাত সফরের মাঝেই ব্রিজ ভেঙে দুর্ঘটনা, নদীতে পড়ে যান বহু মানুষ