পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার প্রশ্নে কার্যত নীরব মোদি সরকার

Must read

নয়াদিল্লি : ২০২১ সাল থেকে ২০২৫ সালের মধ্যে দেশে নথিভূক্ত পরিযায়ী শ্রমিকের (migrant workers protection) সংখ্যা কত? কেন্দ্রের কাছে রাজ্যভিত্তিক হিসেব চাইলেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, এটা কি সত্যি বাংলার পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন জায়গায় আটকে রাখা হচ্ছে এবং তাঁরা ভাষাগত কারণে অন্য রাজ্যে বৈষম্যের শিকার হচ্ছেন? যদি তা হয়, তবে তার বিস্তারিত হিসেব দিক কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে তারা জানাক, পরিযায়ী শ্রমিকদের (migrant workers protection) প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে এবং তাঁদের সুরক্ষিত রাখতে কী ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র? একই প্রশ্ন লোকসভায় কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর কাছে জানতে চান তৃণমূলের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। অভিষেকের প্রশ্নে স্পষ্টতই গভীর অস্বস্তিতে পড়ে যায় কেন্দ্র। শ্রমদফতরের প্রতিমন্ত্রী আইন অনুযায়ী পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার প্রশ্নে কার্যত নীরব থাকেন। সদুত্তর মেলেনি এই প্রশ্নের।

আরও পড়ুন-পয়লা বৈশাখকেই মর্যাদা দেওয়া হোক পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাদিবসের

Latest article