অভিষেকের প্রশ্নে নীরব মোদি সরকার

সংসদে প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী উপযুক্ত জবাব দিতে না পারায় লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন: আরও একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে পর্দাফাঁস হল মোদি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার৷ গত তিন বছরে এক্স হ্যান্ডেল (টুইটার), মেটার মতো প্ল্যাটফর্মের কতগুলি পোস্ট মুছে ফেলা হয়েছে? লিখিত প্রশ্নের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের উত্তর জানতে চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এই প্রশ্নের কোনও উত্তর দিতে পারেনি মোদি সরকার৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও জানতে চান এই পোস্টগুলি সরানোর জন্য কোন মন্ত্রকের নির্দেশ এসেছিল? দেশের শীর্ষ আদালত যখন বাকস্বাধীনতার অধিকারকে মান্যতা দিয়েছে তখন কীভাবে সোশাল মিডিয়া থেকে এইভাবে পোস্ট মুছে ফেলা হচ্ছে? প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এই সব প্রশ্নেরও কোনও সদুত্তর দিতে পারেনি মোদি সরকার৷

আরও পড়ুন-৫ বছরে ‘কবচ’-এ কভার ৩৭২৭ কিমি!

উল্লেখ্য, দেশের গুরুত্বপূর্ণ কোনও ঘটনা নিয়ে সরকার বিরোধী পোস্ট প্রায়ই মুছে দেওয়া হয় সামাজিক মাধ্যম থেকে৷ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের উদ্যোগেই সমাজমাধ্যম থেকে সরিয়ে ফেলা হয় এইসব পোস্ট৷ কখনও জাতীয় সংহতি, কখনও বা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কথা বলে সোশাল মিডিয়া থেকে পোস্ট মুছে ফেলা হয়৷ এর বিরুদ্ধেই প্রতিবাদে সোচ্চার হয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর প্রশ্নের যথাযথ উত্তর না দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদা দাবি করেছেন, দেশের সার্বভৌমত্ব, শালীনতা এবং নীতিবোধ রক্ষা, আদালতের অবমাননা ঠেকানো, বন্ধুত্বপূর্ণ পড়শি দেশের সম্মানরক্ষা এবং এমন কিছু তথ্য যা দেশের স্বার্থে প্রকাশ করায় বিধিনিষেধ রয়েছে, এমন সমাজমাধ্যকমের পোস্টকেই সরানোর জন্যদ নোটিশ দেওয়া হয় আইন মেনে। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রীর এই জবাবে সন্তুষ্ট নন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদে প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী উপযুক্ত জবাব দিতে না পারায় লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Latest article