জাতীয়

প্রবল চাপে মোদি সরকার, একদিনে ৮৫টি বিমানে বোমাতঙ্ক!

প্রতিবেদন: প্রথমে ছিল ৬, পরে হয়েছিল ১২৷ এর পরে একলাফে সাতগুণ বেড়ে বৃহস্পতিবার দেশের ৮৫টি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছে৷ বেনজির ঘটনার জেরে বিমান পরিষেবা নিয়ে কার্যত নাজেহাল হয়ে পড়েছে মোদি সরকার৷ কে বা কারা এইভাবে দেশের অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন রুটের বিমানে বোমাতঙ্ক ছড়াচ্ছে, তার কোনও কূলকিনারা খুঁজে পাচ্ছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অসামরিক বিমান পরিবহণ দফতর ইতিমধ্যেই ভুয়ো বোমাতঙ্ক ছড়ানো নিয়ে কড়া আইন প্রণয়নের কথা শুনিয়েছে। এদিকে নয়াদিল্লিতে এক সরকারি সূত্রে দাবি করা হয়েছে, অত্যন্ত মেধাবী ও টেকস্যাভি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল এই ভাবে বোমাতঙ্ক ছড়ানোর মূল কুশীলব৷ এরা বিমান পরিষেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অস্থিরতা তৈরি করে আতঙ্ক ছড়াতে চায়। এই সূত্র পেয়ে সন্দেহভাজন গোষ্ঠীর সন্ধানে ব্যাপক তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ৷ তাদের সহযোগিতায় আছেন কেন্দ্রীয় সাইবার বিশেষজ্ঞরা৷ সরকারি সূত্রের দাবি, যে আইপি অ্যাড্রেস থেকে ভুয়ো বোমাতঙ্কের ইমেল বা মেসেজ পাঠানো হচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছিল, সেই ঠিকানাও শেষ পর্যন্ত ভুয়ো বলে প্রমাণিত হয়েছে৷ পুরো ঘটনার পিছনে আছে পাকা মাথা এবং প্রক্সি সার্ভার, এটা বোঝার পরে আরও বেশি চাপে পড়েছে কেন্দ্রীয় সরকার৷

আরও পড়ুন-রেল দুর্ঘটনা নিয়ে নির্লজ্জ মিথ্যাচার কেন্দ্রের

উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের উদ্বেগ দূর করে কীভাবে পরিষেবা সচল রাখা যায় তা নিয়ে প্রতিদিনই বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী ও দিল্লি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা৷ তারপরেও সমস্যার কোনও সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না৷ এদিকে সামনেই দীপাবলি উৎসব৷ উত্‍সবের মরশুমে সারা দেশের বিভিন্ন রুটের বিমানে এইভাবে ভুয়ো বোমাতঙ্কের সমস্যা শুধু যে সাধারণ যাত্রীদের সমস্যায় ফেলছে তা নয়, একইসঙ্গে প্রবল চাপ বাড়ছে মোদি সরকারের উপরেও৷

Jago Bangla

Recent Posts

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

3 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago