সংসদে চাপে মোদি সরকার

বিরোধীদের চাপের মুখে তারা পিছু হটেছে ওয়াকফ সংশোধনী বিল নিয়েও৷ শেষপর্যন্ত ব্যর্থ হয়েছে নিজেদের এজেন্ডা অনুযায়ী এই বিল পাশ করাতে।

Must read

প্রতিবেদন: তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ সংসদীয় অধিবেশনে বাজেট সংক্রান্ত ফিনান্স বিল ছাড়া কার্যত অন্য কোনও বিলই কেন্দ্রীয় সরকার পাশ করাতে পারেনি৷ বিরোধীদের চাপের মুখে তারা পিছু হটেছে ওয়াকফ সংশোধনী বিল নিয়েও৷ শেষপর্যন্ত ব্যর্থ হয়েছে নিজেদের এজেন্ডা অনুযায়ী এই বিল পাশ করাতে।

আরও পড়ুন-হাসিনার বিরুদ্ধে মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে, শোকদিবসেও জারি অশান্তি ও ধরপাকড়

বিরোধীদের দাবি মেনে নিয়ে বিলটিকে সংশোধনের জন্য পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটির কাছে৷ পুরো বিষয়টিকে বিরোধীদের নৈতিক জয় হিসেবেই দেখছে রাজনৈতিক মহল৷ কোনও বিলের খসড়া যদি তার উদ্দেশ্যপূরণে ব্যর্থ হয়, তাহলে সেই বিলটিকে যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর রেওয়াজ প্রচলিত ছিল ইউপিএ জমানায়৷ সেদিক থেকে দেখলে এবারের বাজেট অধিবেশন এক নতুন দৃষ্টান্ত তুলে ধরল, যেখানে বিরোধীদের চাপের মুখে পিছু হটে কেন্দ্রীয় সরকার বাধ্য হল ওয়াকফ সংশোধনী বিলকে জেপিসি-র কাছে পাঠাতে৷ এটা সরকারের জন্য শিক্ষণীয় হয়ে উঠতে পারে, এমনটাই মনে করছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ, অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক জহর সরকার৷ তাঁর যুক্তি, সংসদের দুই কক্ষে যেভাবে এবার বিরোধীরা সোচ্চার হয়েছে সরকারের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে, তা খুবই প্রশংসার৷

Latest article