প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুলনা করল শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠী। পাশাপাশি জোটবদ্ধ হওয়া বিরোধী শক্তিকে পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী ওয়াগনার গ্রুপের সঙ্গে তুলনা করেছে ঠাকরে গোষ্ঠী।
আরও পড়ুন-মণিপুরের হাল খারাপ, স্বীকার করলেন মুখ্যমন্ত্রীই, তুলোধোনা বিরোধীদের
সোমবার শিবসেনার মুখপাত্র সামনায় এক বিশেষ নিবন্ধ প্রকাশ হয়েছে। রাশিয়ার চলতি ঘটনাবলি এবং পাটনার বিরোধী সমাবেশ নিয়ে ওই নিবন্ধ লেখা হয়েছে। প্রধানমন্ত্রীকে পুতিনের সঙ্গে তুলনা করে লেখা হয়েছে, রুশ প্রেসিডেন্টের মতোই ঘরে বিদ্রোহের মুখে পড়বেন মোদি। তবে এদেশে ভাড়াটে সেনা নয়, মোদিকে তাঁর চেয়ার থেকে টেনে নামাবে দেশের আমজনতা। আগামী লোকসভা নির্বাচনেই শেষ হচ্ছে মোদির প্রধানমন্ত্রিত্বের ইনিংস। সামনায় লেখা হয়েছে, মোদিও পুতিনের মতোই তাঁর চারপাশে কিছু ভাড়াটে লোকজনকে জড়া করেছেন। তাঁরা মোদির ইশারাতেই দেশের সব সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন। পুতিনের মতোই মোদিও দেশে স্বৈরতান্ত্রিক শাসন কায়েম করেছেন। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শাসক দল ও সরকার নিজেদের দখলে নিয়ে এসেছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিতেও নিজেদের দলের লোককে নিয়োগ করছে মোদি সরকার। ফলে এই সমস্ত প্রতিষ্ঠানের মান-মর্যাদা ভুলুণ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন-এমসিসিতে ঝুলন
বিরোধীদের কেন ওয়াগনার গ্রুপের সঙ্গে তুলনা করা হয়েছে তার ব্যাখ্যাও দিয়েছে সামনা। বলা হয়েছে, ভাড়াটে সেনা ওয়াগনার গ্রুপ পুতিনের হাতেই তৈরি। কিন্তু তারাই এখন পুতিনের বিরুদ্ধে গিয়েছে। দেশেও আজ যারা বিরোধী শিবিরে একসময় তারা এনডিএ তথা বিজেপির পাশেই ছিল। কিন্তু স্বৈরতান্ত্রিক মনোভাবের জন্য তারা সবাই বিজেপিকে ছেড়ে চলে এসেছে। মোদি ও বিজেপি সরকারকে উৎখাত করতে তারাই আজ জোট বাঁধতে চাইছে।