সংবাদদাতা, আসানসোল : আসানসোলের রবীন্দ্রভবনে রবিবার বাউরি সমাজের কর্মিসভায় যোগ দিয়ে তৃণমুল প্রার্থী বর্ষীয়ান তারকা শত্রুঘ্ন সিনহা বলেন, ২০০ কোটি টাকার কোম্পানি বিজেপিকে ৪০০ কোটি টাকা চাঁদা দিল কী করে। আসলে কালো টাকা সাদা করতে বিজেপির কোষাগারে জমা হয়েছে এই টাকা।
আরও পড়ুন-তাপপ্রবাহের সর্বকালীন রেকর্ড, জঙ্গলমহলে লাল সতর্কতা জারি
এই মন্তব্যের পাশাপাশি মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, উনি এখন প্রধানমন্ত্রী নন। হয়ে গিয়েছেন প্রচারমন্ত্রী। কিন্তু সবটাই মিথ্যা। কোনও আত্মসম্মান থাকা মানুষ ওঁর সঙ্গে চলতে পারবেন না। রবিবার শত্রুঘ্নর সঙ্গে এই সভায় ছিলেন মন্ত্রী মলয় ঘটক, জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবতী-সহ জেলা তৃণমূল নেতাদের অনেকেই। শত্রুঘ্ন বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক। এই লড়াই জিততে এসেছি এবং জিতেই যাব।