জন্মদিনে জনসাধারণকে সাপলুডোর ছকে বসিয়ে মোদির টিকা-রাজনীতি

Must read

নয়াদিল্লি ও কলকাতা : প্রধানমন্ত্রীর জন্মদিন বলে কথা! বিজেপি একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করে বসেছিল। শুক্রবার দুপুরের পরেই ঢাকঢোল পিটিয়ে ঘোষণা হল, বিশেষ দিনে রেকর্ড কোভিড টিকা। দুপুরের মধ্যেই এক কোটি অতিক্রান্ত। বিকেলে দাঁড়াল দু’কোটি। মোদি বলেই সম্ভব।

আরও পড়ুন :ভবানীপুরের মানুষের ক্ষোভে জেরবার টিবরেওয়ালরা

এরপরেই তথ্য পরিসংখ্যান তুলে ধরে কড়া আক্রমণ করেন বিরোধীরা। তৃণমূল কংগ্রেস বলেছে, ‘‘গত ক’দিন ধরে টিকা জমিয়ে রেখে রেখে শুক্রবার এত টিকা দেওয়া হল। যদি টিকা থেকেই থাকে হাতে, তাহলে রোজ এই গতিতে টিকাকরণ হয় না কেন? কেন এবং কী করে শুধু একদিনে এত টিকা আর অন্যদিন কেন হয় না, তার কৈফিয়ত দিক সরকার।” তৃণমূল বলেছে, ‘‘জন্মদিনে সস্তা রাজনীতি করতে গিয়ে জনগণকে সাপলুডোর ছকে বসালেন মোদি। গত ক’দিন ধরে সাপের মুখে ফেলে এখন একদিন হঠাৎ মই দেখানো হচ্ছে। পশ্চিমবঙ্গে দ্রুততম গতিতে টিকাকরণ চলছিল। কেন্দ্র টিকা সরবরাহ দিতে পারছে না। এখন জমিয়ে রেখে মোদির জন্মদিনে সংখ্যা বাড়ানো হচ্ছে। এটা জনগণকে বিপদে ফেলা। যদি ক্ষমতা থাকে, তাহলে রোজ এই সংখ্যায় টিকা সরবরাহ করুক কেন্দ্র।” এই প্রবল যুক্তির চাপে কোণঠাসা হয়ে যায় বিজেপি।

Latest article