প্রতিবেদন: খোদ মোদিরাজ্যেই ছাপ্পাভোটের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার দুই বিজেপি কর্মী। অভিযুক্তদের বিরুদ্ধে গুজরাতের মাহিসনগর জেলার দাহোদ লোকসভা কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ সামনে আসে। পরে ওই ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। এরপরই দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এমন ঘটনা প্রকাশ্যে আসতেই নির্বাচনী জালিয়াতির অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সরব বিরোধীরা।
আরও পড়ুন-তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর করল বিজেপি
গুজরাত কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিজেপি কর্মীরা ২৫টি ভোটকেন্দ্রে গিয়েছিল। ভাইরাল ভিডিও সন্ত্রামপুরের গোথিব তালুকের। সব ক’টি কেন্দ্রেই ছাপ্পাভোট দেওয়া হয়েছে বলে আশঙ্কা করেছেন কংগ্রেস নেতা। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বছর আঠাশের বিজয় ভাভোর প্রথমপুরে একটি বুথের মধ্যে ভোটদানের জন্য ভোটকর্মীদের নিষেধ উপেক্ষা করে ছাপ্পাভোট দেওয়া শুরু করেন। বিজয়ের সঙ্গী ছিলেন মনোজ মগন। ইতিমধ্যেই কংগ্রেসের বেশ কয়েকজন পোলিং এজেন্ট দুই বিজেপি কর্মীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। ছাপ্পাভোট ছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে বিরোধীদের হুমকি ও হেনস্থার অভিযোগও সামনে আনা হয়েছে। পাশাপাশি এক ভোটকর্মী মহম্মদ পাঠানও অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। এদিকে মাহিসনগরের জেলা পুলিশকর্তা জানান, আইন মেনে অভিযুক্ত দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।