নয়াদিল্লি: কিছুদিন আগে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে গোটা দেশের মানুষের চরম সমালোচনা ও নিন্দার মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। এবার সেই বঙ্কিমচন্দ্রের আনন্দমঠকে আঁকড়ে ধরেই বাংলার বিধানসভা নির্বাচনের মুখে বাঙালির মন জয়ের চেষ্টায় নেমে পড়েছেন মোদি।
আরও পড়ুন-বিচারপতি যশবন্ত ভার্মার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট
দিল্লিতে বিশ্ব বইমেলা প্রাঙ্গণে একটি সেলফি বুথ করেছে সরকার৷ এই সেলফি বুথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি কাট আউট রাখা হয়েছে৷ মোদির এই কাট আউটের হাতে বঙ্কিমচন্দ্র রচিত বিশ্ববন্দিত আনন্দমঠ উপন্যাসের প্রতিলিপির ছবি৷ যাঁরা এই সেলফি বুথে ছবি তুলতে আসবেন, তাঁদের ব্যাকগ্রাউন্ডে থাকবে প্রধানমন্ত্রীর হাতে থাকা সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ৷ মোদি এবং তাঁর সরকারের এমন নির্লজ্জ প্রচারসর্বস্ব মানসিকতার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস৷

