লোকসভা ভোটে রিগিং হয়েছে বলেই মোদি জিতেছেন, প্রমাণ হবে, দাবি রাহুলের

Must read

লোকসভা নির্বাচনে ব্যাপক রিগিং হয়েছিল। রিগিং না করা হলে মোদিজি জিততে পারতেন না। শনিবার কংগ্রেসের বার্ষিক লিগ্যাল কনক্লেভে এমনই দবি করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। একইসঙ্গে নির্বাচন কমিশনকে মৃত বলেও মন্তব্য করেছেন তিনি।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে কমিশন চালাকি করে সংখ্যাগরিষ্ঠতা পাইয় দিয়েছে বলে অভিযোগ তুলেছেন রাহুল। আগেও ইভিএম হ্যাকিংয়ের অভিযোগে সরব হয়েছিল কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। আজ রাহুল বলেন, “লোকসভা নির্বাচনে কীভাবে রিগিং হয়েছিল, তা নিয়ে দ্রুত আমরা প্রমাণ দেব।” পাশাপাশি ক্ষোভ উগরে বলেন, “ভারতের নির্বাচন কমিশন মৃত। মোদি আজ প্রধানমন্ত্রী হয়েছেন খুব কম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। যদি ১৫টা আসন রিগিং করা না হতো, তাহলে মোদিজি জয়ী হতেন না।”

আরও পড়ুন-কুলগামে সেনার অপারেশনে নিকেশ জঙ্গি, চলছে অভিযান

শুক্রবার সংসদের বাইরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেছিলেন রাহুল (Rahul Gandhi)। কমিশনে কাজ করা ব্যক্তিদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, “আপনারা ভারতের বিরুদ্ধে কাজ করছেন। এটা বিশ্বাসঘাতকতার থেকে কম কিছু নয়। যেখানেই থাকুন না কেন খুঁজে বের করবই।”

Latest article