আড়াই বছরে ৩৮ বিদেশ যাত্রায় খরচ ৩০০ কোটি! মোদির সফর চলছেই, ডুবছে অর্থনীতি

Must read

প্রতিবেদন : দেশের অর্থনীতি ডুবছে, আর জনসাধারণের করের টাকা খরচ করে প্রধানমন্ত্রী (Narendra Modi) বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। বিগত আড়াই বছরে নয় নয় করে ৩৮টি বিদেশ সফরে গিয়েছেন নরেন্দ্র মোদি। আর এই সফরগুলিতে খরচ হয়েছে ২৫৮ কোটি টাকারও বেশি। না, এটা নিছক বিরোধীদের অভিযোগ নয়, কেন্দ্রের সরকারই বৃহস্পতিবার রাজ্যসভায় এই রিপোর্ট পেশ করেছে। এরপর আবার গত ফেব্রুয়ারিতে মার্কিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। সাকুল্যে খরচ ৩০০ কোটিরও বেশি। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা রিপোর্ট পেশ করে জানান, ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৮টি বিদেশ সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাতে খরচ হয়েছে ২৫৮ কোটি টাকা। রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ খরচের হিসেব দিয়ে তিনি জানান, একটি একক সফরে সবচেয়ে বেশি খরচ হয়েছে ২০২৩ সালের জুনে। সেবার প্রধানমন্ত্রী গিয়েছিলেন মার্কিন-সফরে। ওই একটি সফরেই মোট খরচ হয় ২২ কোটি টাকার বেশি। এরপর ২০২৩ সালের মে মাসে জাপান সফরে খরচ হয়েছিল ১৭ কোটি টাকার মতো। ২০২৪ সালের সেপ্টেম্বরের আমেরিকা সফরে খরচ ১৫ কোটির কিছু বেশি।
এছাড়াও এই সময়কালে মোদি গিয়েছেন জার্মানি, কুয়েত, ডেনমার্ক, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহি. উজবেকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, গ্রিস, পোল্যান্ড, রাশিয়া, নেপাল-সহ বহু দেশেই। এদিন প্রধানমন্ত্রীর প্রতিটি বিদেশ সফরে সামগ্রিক খরচের বিস্তারিত বিবরণ জানতে চান রাজ্যসভার বিরোধী দলনেতা। তার ভিত্তিতেই তথ্য পেশ করা হয় বিদেশমন্ত্রকের তরফে।
গত ফেব্রুয়ারিতে ফের আমেরিকা সফরে গিয়েছিলেন মোদি। ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে প্রত্যাবর্তনের পর প্রধানমন্ত্রীর প্রথম সফর ছিল এটি।

আরও পড়ুন-ডায়মন্ড হারবার আমার পরিবার: সেবাশ্রয়ের ৭৫ দিনের শেষে বললেন অভিষেক

Latest article