জাতীয়

জরুরি অবস্থার ইতিহাস বিকৃত করার অপচেষ্টা মোদির, কটাক্ষ তৃণমূলের

প্রতিবেদন: কী বলা যায় একে, কাঁচের ঘরে বাস করে অন্যের দিকে ঢিল ছোঁড়া? নিজেদের অপদার্থতা আর অপশাসন ঢাকতে অতীতকে বিকৃত করার নতুন রাজনীতিতে মোদি যে রীতিমতো পোক্ত, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। নিজেরা দেশে অলিখিত জরুরি অবস্থা জারি করে এবারে ইন্দিরা গান্ধীর সময়ের জরুরি অবস্থা নিয়ে বই লেখার কথা ঘোষণা করে নিজের অপকর্ম ঢাকার মরিয়া প্রয়াস মোদির। এই অপচেষ্টার তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষ মোদিকে একহাত নিয়ে ব্যাখ্যা করেছেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কীভাবে দেশের গণতন্ত্র রক্ষায় কাজ করেছিলেন। তাঁর যুক্তি, ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন কারণ আরএসএস গোটা দেশকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছিল। হ্যাঁ, জরুরি অবস্থা একটি কালো দাগ ছিল, কিন্তু সেই একই ইন্দিরা গান্ধী নির্বাচন ঘোষণা করেছিলেন, পদত্যাগ করেছিলেন এবং জনসাধারণের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। জরুরি অবস্থাকে অনুকরণ না করে কেন নরেন্দ্র মোদি আগে এই ধরনের সাংবাদিক বৈঠক ডেকে মানুষের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন না? প্রশ্ন সাগরিকার।

আরও পড়ুন-৮২ লক্ষ জরিমানার নির্দেশ দিল হাইকোর্ট

কেন্দ্রের ক্ষমতায় টিকে থাকতে উন্নয়নের নতুন দিশা নেই। তাই সমালোচনায় ভর করেই রাজনীতিতে টিকে থাকার মরিয়া চেষ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই তালিকায় নবতম সংযোজন— মোদির নিজের বই লিখে ফেলা। আসলে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়ের এমার্জেন্সি-কে নিয়ে সম্প্রতি রাজনীতির অঙ্ক কষা শুরু করেছে বিজেপি। এবার সেই এমার্জেন্সি নিয়ে বই লেখার ঘোষণা মোদির। যে প্রধানমন্ত্রী একের পর এক স্বৈরাচারী পদক্ষেপ নিয়ে গণতন্ত্রকে কার্যত হাসির খোরাকে পরিণত করেছেন, সেই নরেন্দ্র মোদির এমার্জেন্সির সময়ের অভিজ্ঞতার কাহিনী আসলে রঙ বদলানো স্বৈরাচারের প্রতিফলন ছাড়া আর কিছুই নয়। কটাক্ষ তৃণমূলের।
নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নরেন্দ্র মোদি প্রচার করেন, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়ের জরুরি অবস্থার সময়ের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন তিনি। প্রশ্ন উঠেছে মোদির ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরতে স্বরাষ্ট্রমন্ত্রক বই প্রকাশ করবে কোন যুক্তিতে?
মোদির একের পর এক কুকীর্তি তুলে ধরে তৃণমূলের মন্তব্য, গত ১১ বছর ধরে নরেন্দ্র মোদির সময়ে ভারত অঘোষিত জরুরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। চেনা যায় না এমনভাবে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। কোনও বিতর্ক, কাঁটাছেড়া, ঐকমত্য ছাড়াই আইন পাস হয়। আইন আজ আর শক্তিমানদের মনে ভয় ধরায় না, দুর্বলদের আতঙ্কের কারণ। সংবাদ মাধ্যমকে হুমকি দিয়ে বিজেপির তাঁবেদারে পরিণত করা হচ্ছে। নির্বাচন কমিশন নিজেদের বিজেপির রবার স্ট্যাম্পে পরিণত করেছে। ইডি আর সিবিআই বিজেপির রাজনৈতিক শক্তি প্রদর্শক হিসাবে কাজ করে।
সেই সঙ্গে বিরোধীদের কণ্ঠরোধ নিয়ে তৃণমূলের স্পষ্ট বার্তা, তল্লাশি ও গ্রেফতারি দিয়ে বিরোধীদের মুছে ফেলা হচ্ছে। ভিন্নমত পোষণকারী ও সমালোচকদের অপমানিত, পদদলিত ও গ্রেফতারের মাধ্যমে চুপ করিয়ে দেওয়া হয়। সংখ্যালঘুরা রাষ্ট্র পরিচালিত সন্ত্রাসের আতঙ্কে ভুগছেন। দলিত ও পিছিয়ে পড়া সম্প্রদায়কে নিপীড়িত করা হচ্ছে। এরপরেও কোন লজ্জায় ইন্দিরা গান্ধীর সময়ের জরুরি অবস্থা নিয়ে বই লিখতে চাইছেন মোদি?

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

37 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago