নিজের রাজ্যের জন্য মোদির শোক, ক্ষতিপূরণও, বঞ্চিত রাজ্য, ফের প্রমাণিত এই বিজেপি বাংলাবিরোধী

ফলে স্বাভাবিকভাবেই বাড়বে মৃতের সংখ্যা। বাংলার পাথরপ্রতিমার ধলাহাটে বাজি কারখানার দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে।

Must read

প্রতিবেদন : দুই রাজ্যের দুই ঘটনা অথচ প্রধানমন্ত্রীর পক্ষপাতদুষ্ট পদক্ষেপ ও দুঃখপ্রকাশের একচোখামি দেখে প্রশ্ন জাগে তিনি দেশের প্রধানমন্ত্রী নাকি একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী! কেন বিজেপিকে বাংলা-বিরোধী বলা হয় ফের তা প্রমাণ হয়ে গেল প্রধানমন্ত্রীর একচোখামি আচরণে। প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাতের বাজি কারখানার দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ২৫ জনের। আরও বহু মানুষ আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপতালে। এছাড়া অনেকে চাপা পড়ে ধ্বংসস্তূপের নিচে।

আরও পড়ুন-ভুয়ো ভোটার : আলোচনা খারিজ হতেই তৃণমূলের ওয়াকআউট

ফলে স্বাভাবিকভাবেই বাড়বে মৃতের সংখ্যা। বাংলার পাথরপ্রতিমার ধলাহাটে বাজি কারখানার দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। আহত আরও কয়েকজন। অথচ মঙ্গলবার প্রধানমন্ত্রী শুধুমাত্র তাঁর নিজের রাজ্য গুজরাতের দুর্ঘটনায় দুঃখ প্রকাশ ও ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। এখানেই প্রশ্ন উঠেছে, বাংলা কি ভারতবর্ষের বাইরে? প্রধানমন্ত্রী গুজরাতের বাজি কারখানার দুর্ঘটনার জন্য দুঃখপ্রকাশ ও ক্ষতিপূরণ ঘোষণা করতে পারলে বাংলা কী দোষ করল? এখানেও সেই বঞ্চনা? বাংলাতেও তো সেই বাজি কারখানা দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের জন্য প্রধানমন্ত্রীর প্রাণ কাঁদল না? অথচ ভোটের সময় তো নিজেকে বাংলার মানুষের কাছের লোক বলে বোঝাতে কোনও খামতি থাকে না! তবে এক্ষেত্রে বিভাজন কেন? এই পক্ষপাতদুষ্ট আচরণ কেন? প্রশ্ন তৃণমুল কংগ্রেসের। প্রধানমন্ত্রীর এই পক্ষপাতদুষ্ট আচরণের জন্য তাঁকে তীব্র কটাক্ষ করে কুণাল ঘোষ পাল্টা এক্স হ্যান্ডেলেই লিখেছেন, পক্ষপাতদুষ্ট প্রধানমন্ত্রী। গুজরাতে বাজি কারখানায় হতাহতদের জন্য প্রধানমন্ত্রীর দরদ-ভরা ট্যুইট ও ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণ। বাংলার বাজি কারখানার দুর্ঘটনায় হতাহতদের কোনও উল্লেখ নেই। এই বিজেপি বাংলাবিরোধী। এই জন্যই এদের বাংলাবিরোধী বলা হয়।

Latest article