প্রতিবেদন : বিজেপির মিথ্যাচার আবার প্রকাশ্যে। বাংলা আবাস যোজনার নোটিশের ওপর সাদা কাগজে লাল রং দিয়ে লেখা প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম লিখে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। বাংলাকে নানাভাবে বঞ্চিত করে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। রেশনে চাল-গম পাঠাচ্ছে না। ফলে রাজ্য সরকারকে চাল কিনে সাধারণ মানুষকে দিতে হচ্ছে। দিচ্ছে না একশো দিনের বকেয়া টাকা। ফলে হাজার হাজার গরিব মানুষ বিপাকে।
আরও পড়ুন-সাম্প্রদায়িক সম্প্রীতিতে দেশকে পথ দেখায় বাংলা
সেখানেও মুখ্যমন্ত্রী নানাভাবে রাজ্য সরকারি তহবিল থেকে টাকা দিয়ে প্রকল্পগুলোকে সক্রিয় রাখার চেষ্টা করছেন। এর মধ্যেই মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে বিজেপি। সোমবার দুপুরে বাঁকুড়ার তিলাবেদিয়া গ্রামে সরকারি প্রকল্পে পাওয়া বাড়ির সাইনবোর্ডে বাংলার আবাস যোজনার ওপর প্রধানমন্ত্রী আবাস যোজনার পোস্টার মেরে দিয়েছেন নীলাদ্রি। এর তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
দলের তরফে শিবাজি বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিজেপি বিধায়কের মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই তিনি উল্টোপাল্টা কাজ করছেন। এসব মিথ্যাচারের রাজনীতি না করে ওঁর উচিত রাজ্যের বকেয়া টাকার জন্য কেন্দ্রের কাছে দরবার করা। তা না করে উনি বাংলার প্রকল্পে মোদির নাম জুড়ছেন।”