বিরোধীদের স্লোগানে ঢাকা পড়ে গেল মোদির কণ্ঠ

যথারীতি তাঁর আক্রমণের লক্ষ্য ছিল বিরোধীরা। নিজেদের যাবতীয় বিতর্কিত সিদ্ধান্ত এবং কাজকর্মের পক্ষে সাফাইয়ের সুরও শোনা গেল মোদির ভাষণে।

Must read

প্রতিবেদন : লোকসভায় তৃণমূল-সহ বিরোধীদের আক্রমণে রীতিমতো নাস্তানাবুদ হলেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর ভাষণ শুরু হওয়ামাত্রই প্রবল চিৎকার-চেঁচামেচি শুরু করে দেন বিরোধী সদস্যরা। হই-হট্টগোলের ফলে বারবারই ভাষণ থামিয়ে দিতে বাধ্য হন প্রধানমন্ত্রী। তাঁর বক্তৃতা চলার সময় আগাগোড়াই সরকারের বিরুদ্ধে স্লোগান চলতে থাকে বিরোধী বেঞ্চে। আওয়াজ ওঠে, মণিপুর-মণিপুর, উই ওয়ান্ট জাস্টিস।

আরও পড়ুন-সেবির নোটিশের কড়া জবাব দিল হিন্ডেনবার্গ রিসার্চ

বিরোধী সাংসদদের শান্ত করতে হিমশিম খেতে হয় অধ্যক্ষকে। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে এদিন রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার জবাবি ভাষণ দিতে উঠেছিলেন মোদি। যথারীতি তাঁর আক্রমণের লক্ষ্য ছিল বিরোধীরা। নিজেদের যাবতীয় বিতর্কিত সিদ্ধান্ত এবং কাজকর্মের পক্ষে সাফাইয়ের সুরও শোনা গেল মোদির ভাষণে। কিন্তু বিরোধী সাংসদদের তীব্র প্রতিবাদ এবং ক্ষোভ-বিক্ষোভে বারবারই ঢাকা পড়ে যাচ্ছিল তাঁর কথা। স্পিকার ওম বিড়লা সভার রীতি মেনে শান্ত হয়ে লোকসভার নেতার কথা শোনার জন্য অনুরোধ জানান বিরোধী সাংসদদের। কিন্তু তাতে আদৌ কোনও লাভ হয়নি। বিরোধীদের ক্ষোভ-বিক্ষোভের ঝড়ে হারিয়ে যায় মোদির কথা।

Latest article