প্রতিবেদন : মাঠে ও মাঠের বাইরে নানা সমস্যায় বিপর্যস্ত মহামেডানের সামনে রবিবার আইএসএলে অস্তিত্ব রক্ষার নতুন লড়াই। সামনে এবার কেরালা ব্লাস্টার্স। ভাল শুরু করেও তারা এখন লিগ টেবলে রয়েছে ১০ নম্বরে। ১২ ম্যাচে তিন জয়ে ১১ পয়েন্ট কেরলের। মহামেডান সেখানে আট ম্যাচ হেরে ১১ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগের লাস্টবয়।
আরও পড়ুন-এক ধাক্কায় ৪ ডিগ্রি বাড়ল তাপমাত্রা, দক্ষিণে বৃষ্টি, উত্তর ঢাকল বরফে
মাঠের হতশ্রী পারফরম্যান্সের সঙ্গে ক্লাবের অন্তর্কলহ ছিলই। মহামেডানে নতুন ডামাডোল ফুটবলারদের বেতন বকেয়া নিয়ে। এই অবস্থায় কেরলের বিরুদ্ধে ফুটবলাররা কতটা মোটিভেশন নিয়ে খেলবেন তা নিয়ে সংশয় রয়েছে। শনিবার সকালে কলকাতায় অনুশীলন করে দুপুরের বিমানে কোচি পৌঁছয় দল। চোট সমস্যা পিছু ছাড়ছে না মহামেডানের। ঘানার সেন্টার ব্যাক জোসেফ আদজাই মরশুম থেকেই ছিটকে গিয়েছেন। গৌরব বোরাও নেই। আগের ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে নেই ইরশাদও। ফলে ফ্লোরেন্ট, জুডিকাদের নিয়ে রক্ষণ সাজাতে গিয়ে হিমশিম খাচ্ছেন মহামেডান কোচ। তার উপর সিজার মানজোকি নতুন করে চোটের কবলে। তাঁর খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
আরও পড়ুন-টেস্ট চলাকালীন গরমের সতর্কতা, নেটে রোহিত, অস্বস্তি বাড়ল রাহুলের চোটে
কলকাতায় হোম ম্যাচে কেরলের কাছে হেরেছিল মহামেডান। তাই অ্যাওয়ে ম্যাচে নোয়া সাদিউ, জেসুস জিমেনেজদের নিয়ে চিন্তায় রয়েছেন চেরনিশভ। তার উপর কোচির ভরা গ্যালারিও থাকবে মহামেডানের প্রতিপক্ষ। চেরনিশভ বলছেন, ‘‘আমরা নিজেদের উন্নতি চাই। তবে কোচির পরিবেশে খেলা বেশ কঠিন। ওদের প্রচুর সমর্থন থাকে। আশা করি, আমাদের খেলোয়াড়রা এই পরিবেশে খেলার জন্য তৈরি থাকবে।’’