খেলা

পেলেন অর্জুন, ইংল্যান্ড সিরিজে আশায় শামি

নয়াদিল্লি, ৯ জানুয়ারি : মহম্মদ শামি (Mohammed Shami) যে এবার অর্জুন পুরস্কার পাচ্ছেন, সেটা আগেই জানা ছিল। মঙ্গলবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ভারতীয় দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান অর্জুন পুরস্কার গ্রহণ করলেন বাংলার পেসার। সব মিলিয়ে মোট ২৬ জন ভারতীয় ক্রীড়াবিদ এবার অর্জুন পুরস্কার পেলেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে শামির খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বোর্ড সূত্রের খবর, শামি (Mohammed Shami) দ্রুত সুস্থ হয়ে উঠলেও, এখনও নেটে বল করার অনুমতি দেননি চিকিৎসকরা। এই পরিস্থিতিতে বেন স্টোকসদের বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টে ভারতীয় জোরে বোলারের খেলা কার্যত অসম্ভব। এই প্রসঙ্গে শামির বক্তব্য, ‘‘আমি চেষ্টা করছি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ফিট হয়ে ওঠার। তবে পুরোপুরি সুস্থ না হয়ে মাঠে ফেরাটা বড় ঝুঁকি হয়ে যাবে। আশা করছি, তৃতীয় টেস্টের আগেই ফিট হয়ে যাব।’’
একদিনের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি। কয়েক মাস পরেই শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। শামির গলায় অবশ্য অভিমানের সুর। তিনি বলছেন, ‘‘টি-২০ ম্যাচে আমাকে নেওয়া হবে কি না বুঝতেই পারি না। তবে বিশ্বকাপের আগে আইপিএল রয়েছে। সেখানে পারফর্ম করতে চাই। তারপর যদি নির্বাচকরা মনে করেন আমাকে দলে রাখবেন, তাহলে আমি তৈরি।’’
অর্জুন পুরস্কার পেয়ে আবেগে ভেসে গিয়েছেন শামি। তিনি বলেন, ‘‘এই মুহূর্তকে ভাষায় ব্যাখ্যা করা কঠিন। আমি শুধু বলব, স্বপ্ন সত্যি হল। এই পুরস্কার আমার জীবনের সবথেকে বড় প্রাপ্তি। একই সঙ্গে কঠিন পরিশ্রমের ফসল।’’ শামি আরও যোগ করেন, ‘‘অনেক ক্রীড়াবিদ বহু চেষ্টা করেও অর্জুন হতে পারেন না। গোটা জীবন কেটে যায়। আমি পেরেছি। এটা ভেবেই গর্ববোধ করছি। আমার কাছে এই পুরস্কার বড় সম্মান।’’

আরও পড়ুন-অস্ট্রেলিয়াকে সামলাতে আমরা প্রস্তুত : সুনীল

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

27 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

36 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago