খেলা

চার দশক পর লিগ চ্যাম্পিয়ন মহমেডান

প্রতিবেদন : এতদিন প্রিয় দলকে সমর্থন করতে মাঠে যেতেন, চোখের কোনে জল নিয়ে বাড়ি ফিরতেন সমর্থকরা। অবশেষে চল্লিশ বছরের শাপমুক্তি। মহমেডানের মরা গাঙে বান এল। দীর্ঘ চার দশক পর কলকাতা লিগের রং সাদা-কালো। সৌজন্যে ত্রিনিদাদ টোবাগোর স্ট্রাইকার মার্কাস জোসেফ। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ক্যারিবিয়ান স্ট্রাইকারের করা একমাত্র গোলে রেলওয়ে এফসি-কে হারাল মহমেডান। এই নিয়ে ১২ বার কলকাতা লিগ ঢুকল মহমেডান তাঁবুতে। কলকাতা প্রিমিয়ার লিগ ফাইনালে অবশ্য সাদা-কালো শিবিরের ঘুম ছুটিয়ে দিল রেল। ম্যাচের তিন মিনিটেই মার্কসের গোলে এগিয়ে যায় মহমেডান। এরপর গোল শোধের মরিয়া চেষ্টায় ম্যাচের শেষ বাঁশি বাজা পর্যন্ত দুর্দান্ত লড়াকু ফুটবল উপহার দিলেন এলভিন, সুকুরাম সর্দার, তন্ময় দাস, শুভেন্দু মান্ডিরা। গোলের সুযোগও হারাল। বিক্ষিপ্ত আক্রমণে গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল মহমেডানও। ব্রেন্ডন, ফৈয়াজরা কাজে লাগাতে পারেননি। ট্রফি না জিতলেও রেলের এই হার অগৌরবের নয়। মনে রাখার মতো লড়াই করল তারা। এদিন ইতিহাসের সাক্ষী থাকতে যুবভারতী ভরিয়েছিলেন মহমেডান সমর্থকরা। এতদিনের শাপমুক্তি ঘটিয়ে উৎসবে মাতলেন তাঁরা। শেষ বাঁশি বাজার পরই গ্যালারির ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়লেন সমর্থকরা। মার্কাস, নিকোলা, ফৈয়াজ, আজহাররা সমর্থকদের সঙ্গেই উৎসবে মাতলেন। ক্লাব কর্তারাও যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। ট্রফিহীন ক্লাবে অবশেষে এল ট্রফি। তা-ও আবার চার দশক পর।

আরও পড়ুন : দ্রাবিড় কোচ হওয়ায় অবাক পন্টিং

উৎসবের মধ্যে খেলোয়াড়দের জন্য পাঁচ লাখ টাকা ইনসেনটিভ ঘোষণা করলেন কর্তারা। এর আগে মাঠেই লিগ চ্যাম্পিয়নের ট্রফি ও মেডেল কোচ, ফুটবলারদের হাতে তুলে দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। লিগ জিতে পুরস্কারমূল্য হিসেবে ১৫ লক্ষ টাকা পেল মহমেডান। লিগের সেরা ফুটবলার হলেন মহমেডান অধিনায়ক শেখ ফৈয়াজ। লিগের সেরা গোলকিপার মহমেডানেরই মিঠুন সামন্ত। সন্ধ্যার মুখে যুবভারতী থেকে হুড খোলা বাসে ট্রফি নিয়ে ময়দানে ক্লাব তাঁবুতে এল চ্যাম্পিয়নরা। সমর্থকদের সঙ্গে উৎসবে মেতে ওঠেন ফুটবলাররা। ৪০ বছর আগের ইতিহাস উজ্জ্বল। সে বার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুরজিৎ সেনগুপ্ত, মানস ভট্টাচার্য, অলোক মুখোপাধ্যায়ের হাত ধরে কলকাতা ফুটবলে বিপ্লব এনেছিল শতাব্দী প্রাচীন মহমেডান। ইস্টবেঙ্গল-মোহনবাগানকে পিছনে ফেলে সে বার কলকাতা লিগ জয়ের ইতিহাস আজও চিরস্মরণীয়। কিন্তু দুই প্রধানের চাপে ক্রমশই যেন আঁধার নেমেছিল ১৩০ বছরের প্রাচীন ক্লাবে। তৃতীয় প্রধানের তকমাও যেন সরে যেতে বসেছিল। অবশেষে ‘৮১-র স্মৃতি ফিরিয়ে মুঠোয় কলকাতা লিগ। ময়দানে নয়া ইতিহাস।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

18 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

42 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

46 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

55 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

60 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago