প্রতিবেদন : কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে রবিবার নিজেদের মাঠে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলা শুরু করছে মহামেডান (Mohammedan)। লিগের সুপার সিক্স রাউন্ডে মহামেডানের প্রথম প্রতিপক্ষ খিদিরপুর। তাদের অধিকাংশ ফুটবলারই রিলিজ নিয়েছে। ফলে দল নামাতে সমস্যায় পড়ছে। গ্রুপ ‘এ’ থেকে তৃতীয় দল হয়ে সুপার সিক্সে উঠেছে খিদিরপুর। লিগের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে খেলতে নামছে দলগুলি। তাই বেশি পয়েন্ট নিয়ে যারা সুপার সিক্সে উঠেছে তারা বাড়তি সুবিধা পাবে। গ্রুপ ‘এ’ থেকে ২৯ পয়েন্ট নিয়ে উঠেছে মহামেডান। তাদের রবিবারের প্রতিপক্ষ খিদিরপুর সুপার সিক্সে উঠেছে ২৫ পয়েন্ট নিয়ে। চ্যাম্পিয়নশিপ রাউন্ডে চমক দিতে তৈরি ময়দানের ঐতিহ্যশালী ক্লাবটি।
আরও পড়ুন-বিশ্বকাপের আগমনিতে লঙ্কা-জয়ের চ্যালেঞ্জ
মহামেডান (Mohammedan) এই ম্যাচের আগে চোটের কারণে পাচ্ছে না সামাদ আলি মল্লিক, অভিষেক হালদার ও ব্যারেটোকে। কার্ড সমস্যায় নেই আরও দু’জন। দলের ভরসা মণিপুরী স্ট্রাইকার ডেভিড লাললানসাঙ্গা। লিগে এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা। রুশ কোচ আন্দ্রে চেরনিশভ বলেছেন, ‘‘মোহনবাগান ম্যাচের পর আমরা এই ম্যাচের জন্য খুব বেশি প্রস্তুতি নিতে পারিনি। রিকভারি করতেই সময় চলে গিয়েছে। পরপর ম্যাচ খেলতে হচ্ছে। চোট-আঘাত বাড়ছে। তবু আমরা এই ম্যাচের জন্য তৈরি।’’ এদিকে, রবিবারের ম্যাচটি চ্যারিটি করা হয়েছে। এই ম্যাচের টিকিট বিক্রির অর্থ তুলে দেওয়া হবে অকালপ্রয়াত মহামেডান সমর্থক সিরাজউদ্দিনের পরিবারের হাতে।