লিগে মহামেডানের প্রথম জয়

Must read

প্রতিবেদন : অবশেষে কলকাতা লিগে প্রথম জয়ের মুখ দেখল মহামেডান স্পোর্টিং (mohammedan sc)। সোমবার কল্যাণী স্টেডিয়ামে মেহেরাজউদ্দিন ওয়াডুর ফুটবলাররা ২-১ গোলে হারিয়েছেন প্রতিপক্ষ সাদার্ন সমিতিকে। ডুরান্ডের শেষ ম্যাচে বিএসএফকে হারিয়েছিল মহামেডান। ফলে এই নিয়ে চলতি মরশুমে প্রথমবার টানা দু’টি ম্যাচ জিতল সাদা-কালো বাহিনী।

আরও পড়ুন-লোকসভায় পাশ হল জাতীয় ক্রীড়া বিল

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে মহামেডান। ৬ মিনিটেই ম্যাক্সিয়নের গোলে এগিয়ে গিয়েছিল তারা। ডুরান্ডে বিএসএফের বিরুদ্ধে জোড়া গোলের পর এই ম্যাচেও গোল পেলেন ম্যাক্সিয়ন। বিরতির সময় এক গোলে এগিয়ে থেকেই মাঠ ছেড়েছিল মহামেডান (mohammedan sc)। কিন্তু ৫৫ মিনিটেই গোল শোধ করে দেয় সাদার্ন। গোল করেন সাদার্নের সোয়েল আলি ওয়াহেব। তবে ম্যাচ ১-১ হওয়ার পরেও হাল ছাড়েনি মহামেডান। বরং দ্বিগুণ উৎসাহে দ্বিতীয় গোলের জন্য ঝাঁপান সজল-ম্যাক্সিয়নরা। ফলও পান হাতেনাতে। ৭৫ মিনিটে শুভেন্দু মালিকের গোলে তিন পয়েন্ট নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে মহামেডান।

Latest article