প্রতিবেদন : ডার্বির টিকিট নিয়ে ডামাডোল। শনিবার আইএসএলের ফিরতি ডার্বি। অথচ, বড় ম্যাচের ৪৮ ঘণ্টা আগে টিকিট দুই প্রধানেই টিকিট নিয়ে দ্বন্দ্বের ছবি। ইস্টবেঙ্গল আগেই ক্লাব সদস্যদের জন্য বরাদ্দ নামমাত্র টিকিট ফিরিয়ে দিয়েছে তাদের লগ্নিকারী সংস্থাকে। এবার টিকিট ফিরিয়ে দিল মোহনবাগানও। এমনকী বড় ম্যাচের জন্য সামান্য কয়েকটি টিকিট হাতে পাওয়ায় অপমানিত হয়ে তা ফিরিয়ে দিয়েছে আইএফএ-ও।
আরও পড়ুন-০-৭ মাথায় নেই স্টিফেনের
মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বললেন, ‘‘আমরা যে টিকিট হাতে পেয়েছি, সেই টিকিট পর্যাপ্ত নয়। কার্যকরী কমিটি এদিন আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে, ক্লাব কর্তাদের মধ্যে কোনও টিকিট বণ্টন করা হবে না। কারণ, যৎসামান্য টিকিটে ক্লাব কর্তাদের পক্ষে ডার্বি ম্যাচ মাঠে বসে দেখা সম্ভব নয়। তাই আমরা টিকিট ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শুধুমাত্র বিজ্ঞপ্তি মেনে শুক্রবার ক্লাব সদস্যদের মধ্যে টিকিট বণ্টন করা হবে।’’
আরও পড়ুন-উমেশের পিতৃবিয়োগ
ইস্টবেঙ্গল ক্লাব থেকে অবশ্য দাবি করা হয়েছে, আইএসএলের প্রথম পর্বে যে পরিমাণ টিকিট তাদের দিয়েছিল মোহনবাগান ক্লাব এবার একই পরিমাণ টিকিট তারা মোহনবাগান সিইও-র কাছে পাঠিয়েছেন। কিন্তু মোহনবাগান ক্লাবের অভ্যন্তরীণ সমস্যায় টিকিট বণ্টনে সমস্যা থাকলে ইস্টবেঙ্গলের কিছু করার নেই। যেহেতু এটা ইস্টবেঙ্গলের হোম ডার্বি, তাই লাল-হলুদের লগ্নিকারী সংস্থাকেই টিকিট বিতর্কে কাঠগড়ায় তোলা হচ্ছে। কারণ, টিকিট ইস্যু করেছে তারাই। ফলে ইস্টবেঙ্গল তাঁবু এবং যুবভারতীর ১ ও ৪ নম্বর গেট থেকেই ডার্বির অনলাইন ও অফলাইন টিকিট বণ্টন চলছে।