প্রতিবেদন : কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগের ভাগ্য নির্ধারণ আগেই হয়ে গিয়েছে। কিন্তু মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যে নিয়মরক্ষার ডার্বি আয়োজন নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। ডার্বি নিয়ে আইএফএ-র বিরুদ্ধে কার্যত যুদ্ধে নামল মোহনবাগান। আইএফএ সচিব অনির্বাণ দত্তকে রীতিমতো বিস্ফোরক চিঠি দিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে সবুজ-মেরুন। সেই সঙ্গে ফের বড় ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধও করেছে মোহনবাগান। তবে সবুজ-মেরুনের চিঠি পাওয়ার পরেও অনড় আইএফএ। সচিব অনির্বাণ দত্ত মঙ্গলবার পাল্টা চিঠি দিয়ে ফের জানিয়ে দিয়েছেন, ডার্বি আর পিছনো সম্ভব নয়। ৩০ নভেম্বরই নৈহাটি স্টেডিয়ামে খেলতে হবে।
আরও পড়ুন-দক্ষিণ আফ্রিকায় শুরুতে রোহিতরা নেই
মঙ্গলবার কড়া ভাষায় আইএফএ-কে বিস্ফোরক চিঠি দেয় মোহনবাগান। চিঠির কপি পাঠানো হয়েছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকেও। চিঠিতে লেখা হয়েছে, ‘‘মোহনবাগান চেয়েছিল, সেপ্টেম্বরের মধ্যে লিগ শেষ করার। সেটা হয়নি। এখন হঠাৎ করে ২৫ নভেম্বর (২৪ নভেম্বর ইস্টবেঙ্গল ম্যাচের পরের দিন) জানানো হল, ৩০ নভেম্বর ডার্বি হবে। ডার্বির ক্ষেত্রে আইএফএ সবসময় একটি বিশেষ দলকে সুবিধা দিয়ে আসছে। এটা ফুটবলের সাধারণ নিয়ম নীতির বিরুদ্ধে গিয়ে করা হচ্ছে। মোহনবাগান ২৭ নভেম্বর এএফসি কাপের ম্যাচ খেলার পর ২ ডিসেম্বর আইএসএলের ম্যাচ খেলবে ভুবনেশ্বরে। তার মধ্যেই ৩০ নভেম্বর আপনারা ডার্বি দিয়েছেন। সেদিনই মোহনবাগান শহর ছাড়বে আইএসএলের অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য। আর আপনারা পরামর্শ দিচ্ছেন, সকালে ডার্বি খেলে দুপুরে ট্রাভেল করতে। হাস্যকর ব্যাপার। ফিফার নিয়ম এবং যাবতীয় ফুটবল যুক্তির বাইরে গিয়ে আপনারা এই সূচি তৈরি করেছেন। ইস্টবেঙ্গল শেষ ম্যাচ খেলেছে ২৪ নভেম্বর। পরের হোম ম্যাচ তারা খেলবে ৪ ডিসেম্বর। দু’টি ম্যাচের মধ্যে ব্যবধান ১০ দিনের। অথচ আপনাদের মনে হচ্ছে, ২৭ নভেম্বর এএফসি ম্যাচ খেলে মোহনবাগান ৩০ তারিখ ডার্বি খেলে আবার ২ ডিসেম্বর আইএসএলের অ্যাওয়ে ম্যাচ খেলবে!’’
আরও পড়ুন-সৈয়দ মোদি টুর্নামেন্ট শুরু, লখনউয়ের কোর্টে পাখি
আইএফএ-কে দেওয়া চিঠিতে মোহনবাগানের তোপ, ‘‘আপনারা মৌখিকভাবে আমাদের বলছেন, পারলে ইস্টবেঙ্গলকে ওয়াকওভার দিতে। তাহলে আপনারা যে চেয়ারে বসে আছেন তার মর্যাদা, অখণ্ডতা কি থাকবে?’’ আরও একটি চিঠিতে পুরনো বকেয়া ৪৮ লক্ষ টাকাও আইএফএ-র কাছে দাবি করেছে মোহনবাগান। এদিকে, এএফসি কাপ থেকে বিদায় নেওয়ার পর কোচ জুয়ান ফেরান্দোর ভবিষ্যৎ প্রশ্নের মুখে। আর্মান্দো সাদিকুকে ছেড়ে দেওয়া হতে পারে জানুয়ারির উইন্ডোতে।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…